দেশের সবগুলো ইউনিয়ন ফাইবার অপটিক ক্যাবলের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার।

রাজধানীর মাল্টিপ্লান সেন্টারে পাঁচদিনের কম্পিউটার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সারাদেশে সঞ্চালন লাইন তৈরি হলে ইন্টারনেটের গতি বাড়ার পাশাপাশি গ্রাহকে পর্যায়ে দাম কমবে। প্রশ্নপত্র ফাঁসসহ ফেইসবুক কেন্দ্রিক অপরাধ রোধে জুনের মধ্যে সফটওয়্যার তৈরি করা হবে বলেও জানান তিনি।

দেশের তরুণরা বিশ্বের বিভিন্ন দেশের তথ্য প্রযুক্তি খাতে উদ্ভাবনী প্রযুক্তি আবিষ্কারে ভূমিকা রাখছে বলেও জানান তিনি। মেলায় গ্রাহকের জন্য আছে ছাড়ে কম্পিউটার কেনার সুযোগ। ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা।

তথ্য প্রযুক্তি ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে