২৪ অক্টোবর রবিবার গুচ্ছ পদ্ধতিতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক(সম্মান) শ্রেণীতে বি ইউনিটের ভর্তি পরীক্ষা একযোগে দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠ, সুন্দর,উৎসবমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ও বি ইউনিটের পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় সুষ্ঠ, সুন্দর, উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। দুপুর ১২টা হতে ১টা পর্যন্ত ১ ঘন্টার পরীক্ষায় প্রায় ৫৯২০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। তিনি পরীক্ষা কেন্দ্রের পরিবেশ, পরীক্ষার্থীদের উপস্থিতি ও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহন করায় সন্তোষ প্রকাশ করেন। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, বিভিন্ন অনুষদের ডিন ও রেজিস্ট্রার(ভারঃ) মু. আতাউর রহমান প্রমুখ।
এছাড়া ও ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বিশ্ববিদ্যালয় মেইন গেটের সামনে ভর্তি পরীক্ষা চলাকালীন অভিভাবকদের জন্য ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ইবি শাখা, ছাত্র ইউনিয়ন ও ছাত্রমৈত্রীর নির্মিত অভিভাবক কর্ণার পরিদর্শন করেন এবং অভিভাবকদের সাথে মতবিনিময় করেন ও সার্বিক বিষয়ে খোজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, রেজিস্ট্রার(ভারঃ) মু. আতাউর রহমান প্রমুখ। আজকের বি ইউনিটের পরীক্ষায় প্রায় শতভাগ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন। । উল্লেখ্য যে, এবারই প্রথম গুচ্ছ পদ্ধতিতে ২০টি বিশ্ববিদ্যালয়ে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ