জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের (ডিসি) সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

শুক্রবার সকালে খোদ ডিসির ফেসবুক আইডি ‘ডিসি ব্রাহ্মণবাড়িয়া’-তে স্ট্যাটাস দিয়ে বিষয়টি অবগত করা হয়।ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে বলা হয়, ‘জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক ব্যবহৃত মোবাইল নম্বর ক্লোন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এ বিষযে সর্তক থাকার জন্য সকলকে অনুরোধ করা হলো।’ স্ট্যাটাস দেওয়ার পাশাপাশি এ বিষয়ে সদর থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন বলেন, ‘আমার দাপ্তরিক মোবাইল ফোন নম্বরটি ক্লোন করে গতকাল(শুক্রবার)  রাত সাড়ে আটটার দিকে আখাউড়ার ইউএনওকে কল করা হয়। কল দিয়ে ইউএনওকে বলে আখাউড়া হল রুমে বিভিন্ন এনজিওদের পক্ষ থেকে একটি মিটিং করা হবে। তখন ইউএনওর সন্দেহ হলে সাথে সাথে আমাকে বিষয়টি অবগত করে। তখন দেখি সফটওয়্যারের মাধ্যমে আমার দাপ্তরিক মোবাইল নম্বরটি ক্লোন করা হয়েছে। তাই ফেইজবুকে স্ট্যাটাস দিয়ে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’ ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।।বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে