আশরাফুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা ।।সিরাজগঞ্জ শহরের বাহিরগোলায় কুয়াশা ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন অনিয়মের ভিত্তিতে ভ্রাম্যমান অভিযান।

আজ (২২) অক্টোবর সকালে সিরাজগঞ্জ জেলা এনএসআই এর গোপন তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ শহরস্থ বাহিরগোলা এলাকায় কুয়াশা ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া যায়। এই গোপন তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান এর নেতৃত্বে ও সিরাজগঞ্জ সিভিল সার্ভিস কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সৌমিত্র বসাকের উপস্থিতিতে একটি ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ডায়াগনস্টিক সেন্টাটির বেশ কিছু অনিয়মের সত্যতা পাওয়া গেলে, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান কর্তৃক ডায়াগনস্টিক সেন্টারটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারায় নগদ ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমান করে। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা এনএসআইর যুগ্ম পরিচালক আবু তাহের মোহাম্মদ পারভেজ, সহকারী পরিচালক মোঃ বিপ্লব হোসেন।

এসময় সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় অনিয়মগুলো দ্রুত সংশোধনের নির্দেশ প্রদান করা হয়।

সিরাজগঞ্জ নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে