বহু জল্পনা কল্পনা শেষে আগামী 28 শে নভেম্বর রবিবার ইতালী আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ইউরোপ থেকে আমাদের সহকর্মী জি এম নাজমুল আহসান তুহিন জানান গতকাল 20 অক্টোবর সন্ধ্যায় পিয়াসা ভিক্টোরিয়ার হল রুমে নির্বাচনী প্রস্তুত কমিটি ও নির্বাচন কমিশনের এক যৌথ সংবাদ সম্মেলনে ইতালি আওয়ামীলীগের ত্রিবার্ষিক সন্মেলন ২০২১ ও ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
ইতালী আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জিএম কিবরিয়া ইতালি আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২১ এর তারিখ ঘোষণা শেষে সদস্য সচিব মোঃ আবু সায়েদ খান নির্বাচনী তফসিল ঘোষনা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কেএম লোকমান হোসেন, নির্বাচন কমিশনের সদস্য দিদার হোসেন, হাজী মো: জসিম ঊদ্দিন , আফতাব ব্যাপারী, মজিবর শিকদার, শাহআলম, লিটন মিয়া, লিটন হাজারী প্রমুখ। বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও গন মাধ্যম সাংবাদিকদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জিএম কিবরিয়া ইতালী আওয়ামীলীগের ত্রিবার্ষিক সন্মেলনের প্রস্তুতি ও অগ্রগতি সন্মন্ধে অবহিত করেন এসময় জিএম কিবরিয়া বলেন সম্পুর্ন নিরপেক্ষভাবে কাউন্সিলারদের ভোটে কেন্দ্রীয় ও ইউরোপীয় আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্ধের উপস্থিতিতে শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে ইতালী আওয়ামীলীগের সন্মেলন ও কমিটি গঠিত হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেতৃ শেখ হাসিনার অনুমোদনের মাধ্যমে কমিটির নাম প্রকাশ করা হবে।
এ সময় ইতালী আওয়ামীলীগের অসংখ্য নেতাকর্মীরা বাহিরে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরয়ান থেকে তেলওয়াত শেষে ইতালী আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আহমদ ঢালী আলীর মৃত্যুর স্মরনে দাড়িয়ে ১মিঃ নিরবতা পালন করা হয়।
আন্তর্জাতিক নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ