রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি।। নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ক্লাবটির অক্টোবর সেবা মাস উপলক্ষে লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশের জেলা গভর্নরের  “ভালোবাসি দেশকে সেবা করি মানুষকে” আহবানের ওপর সেমিনারটি অনুষ্ঠিত হয়। শহীদ ডা: জিকরুল হক রোডস্থ সাজেদা টাওয়ারে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মিরপুর গার্লস কলেজের অধ্যাপক ড: জেসমিন বুলি।
ক্লাবটির সভাপতি লায়ন আতাহার হোসেন বাদশার সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন লায়ন্স ক্লাব ৩১৫ এ২ এর রিজিওন চেয়ারপারসন (হেডকোয়ার্টার) জ্যেষ্ঠ সাংবাদিক লায়ন আমিনুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর সরকারী কলেজের শিক্ষক কোহিনুর বেগম, নীলফামারী সরকারী কলেজের শিক্ষক আনিছুর রহমান, ব্যবসায়ী ও ঠিকাদার  আলহাজ্ব মো. কফিল উদ্দিন ও  ব্যবসায়ী লায়ন আলহাজ্ব একরামুল হক।

এ সময়  উপস্থিত ছিলেন  সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লায়ন মো. মোখলেছুর রহমান জুয়েল,সদ্য প্রাক্তন সভাপতি  সহকারি অধ্যাপক লায়ন ফারুক আহমেদ, জ্যেষ্ঠ শিক্ষক জহুরুল ইসলাম মীর, লায়ন গোলাম রুবায়েত মিন্টু প্রমুখ। অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের সদস্যদের আনুগত্যের শপথবাক্য পাঠ করান লায়ন শেখ জাবেদ আলী টিটু। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী শিক্ষক ও ক্লাবটির সাধারণ সম্পাদক লায়ন রেজাউল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক লায়ন আব্দুল লতিফ।

নীলফামারী নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে