ইবি ভাইস-চ্যান্সেলরের ভর্তি পরীক্ষার হলগুলো পরিদর্শন ১৭ অক্টোবর রবিবার গুচ্ছ পদ্ধতিতে একযোগে দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু, সুন্দর, উৎসবমুখর পরিবেশে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক(সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র হওযায় বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় সুষ্ঠু, সুন্দর, উৎসবমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
দুপুর ১২টা হতে ১টা পর্যন্ত ১ ঘন্টার পরীক্ষায় প্রায় ৭০৮৫ জন পরীক্ষার্থী ৭টি ভবনের ১১৪টি কক্ষে পরীক্ষায় অংশগ্রহন করেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। তিনি পরীক্ষা কেন্দ্রের পরিবেশ ও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহন করায় সন্তোষ প্রকাশ করেন। আজকের পরীক্ষায় প্রায় শতভাগ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, এ ইউনিটের সম্বনয়কারী, বিভিন্ন অনুষদের ডিন ও রেজিস্ট্রার(ভারঃ) মু. আতাউর রহমান প্রমুখ। উল্লেখ্য যে, এবারই প্রথম গুচ্ছ পদ্ধতিতে ২০টি বিশ্ববিদ্যালয়ে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
ক্যাম্পাস নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ