জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া  জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন না থামলে অবরোধের ঘোষণা দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সামাজিক সংগঠন “সন্ত্রাস প্রতিরোধ মঞ্চ”। গত (২৬-২৮) মার্চ হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনটি দ্রুত সংস্কার এবং অবিলম্বে সেখানে সব ধরনের ট্রেনের যাত্রা বিরতি দিতে ৯ অক্টোবর পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হয়েছে। ২ অক্টোবর দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে সামাজিক সংগঠন ‘সন্ত্রাস প্রতিরোধ মঞ্চ’র ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এ ঘোষণা দেন বক্তারা। ঘোষিত তারিখের মধ্যে  ব্রাহ্মনবাড়িয়া রেল স্টেশনে সব ধরনের ট্রেন না থামলে রেলপথ অবরোধ করা হবে বলে ও জানান তারা। মানবন্ধনে ব্রাহ্মণবাড়িয়ায় ক্রিয়াশীল বাম গণতান্ত্রিক দলসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সেখানে তারা স্টেশনে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিও জানান।

ব্রাহ্মনবাড়িয়া জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আব্দুন নূরের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য দেন জেলার কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযুষ কান্তি আচার্য, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অসিম বর্ধন, সাংবাদিক নেতা দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত হেফাজতের নেতাকর্মীরা তাণ্ডব চালিয়ে  ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনটি পুড়িয়ে দেয় ।  এ ঘটনার পর থেকে সাত মাস পেরিয়ে গেলেও ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনটি আজ পর্যন্ত চালু হয়নি। বর্তমানে সেখানে একটিমাত্র আন্তঃনগর ট্রেন ছাড়া অন্য কোন আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি নেই। এতে করে এ জেলার ৩২ লাখ মানুষ ঢাকা, চট্টগ্রাম ও সিলেট যাতায়াতের ক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। আগামী ৯ অক্টোবরের মধ্যে যদি ব্রাহ্মণবাড়িয়ায় সব ধরনের ট্রেনের যাত্রা বিরতি না দেওয়া হয়, তাহলে রেলপথ অবরোধ করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। অন্যথায় যেকোনও অপ্রীতিকর ঘটনার জন্য রেল মন্ত্রণালয়কে দায় নিতে হবে বলেও তাদের বক্তব্যে উল্লেখ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।।বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে