নদী রক্ষার গুরুত্ব, নদী পরিষ্কার রাখার বিষয়টি নিশ্চিত করা ও যোগাযোগের জন্য ব্যবহৃত নৌ পরিবহনের নিরাপত্তা – এ বিষয়গুলোর ওপর আলোকপাত করে গতকাল (০২ অক্টোবর, ২০২১) একটি ওয়েবিনারের আয়োজন করে এনার্জিপ্যাক।
বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং এ নদীই আমাদের দেশের পরিবেশ ও বাস্তুসংস্থানের প্রাণকেন্দ্র। নদীর জীবন বিপন্ন হলে আমাদের অস্তিত্বও ঝুঁকিতে পড়বে। এ বিষয়টিকে বিবেচনায় রেখে এনার্জিপ্যাক এই ওয়েবিনারের আয়োজন করেছে, যেখানে বিশেষজ্ঞরা নদী সম্পর্কিত বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরেন।
ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ মেরিন অ্যাকাডেমির কমান্ড্যান্ট ড. সাজিদ হোসেন। এছাড়াও ওয়েবিনারে অংশগ্রহণ করেন এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের এমডি ও সিইও হুমায়ুন রশিদ, বসুন্ধরা গ্রুপের (সেকশন–এ) শিপিং ও লজিস্টিকের চিফ অপারেটিং অফিসার ক্যাপ্টেন মো. রুহুল আমিন, এসএসটি মেরিন সল্যুশন্স লিমিটেডের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম এবং এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের পাওয়ার ও এনার্জি বিভাগের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ মাসুম পারভেজ। আমন্ত্রিত অতিথিরা নদী দূষণ, নৌ পরিবহন এবং নদী সংরক্ষণের গুরুত্বের ওপর তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন, পাশাপাশি, এ বিষয়ে পরামর্শ প্রদান করেন।
এ উপলক্ষে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের এমডি ও সিইও হুমায়ুন রশিদ বলেন, ‘আমরা যদি আমাদের সভ্যতাকে বাঁচাতে চাই, তাহলে আমাদেরকে নদী বাঁচাতে হবে। নদী আমাদের আয়েরও উৎস, অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতে এর যথেষ্ট সম্ভাবনা রয়েছে।আমাদেরকে এমন দক্ষ মানুষ গড়ে তুলতে হবে, যারা নদীগুলোকে নিরাপদ ও দূষণমুক্ত রাখবে এবং এর মাধ্যমে ভবিষ্যতে আঞ্চলিক ব্যবসারও প্রসার ঘটবে।’
নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ