জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা’” প্রতিপাদ্যকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গত শনিবার (২ অক্টোবর) জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে।
শনিবার ছুটির দিন থাকায় এ উপলক্ষে রোববার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী। উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মৎসঢ় কর্মকর্তা রওনক জাহান, আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন। এ সময় প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আহমেদ, তথ্য সেবা কর্মকর্তা শারমিন আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিনা আক্তার ছাড়া ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় জানানো হয়, ২০২১ থেকে ২০৩০ সালের মধ্যে বার্ষিক গড় উৎপাদনশীলতা ৫ দশমিক ৬ শতাংশ হারে বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)। এর মধ্যে কৃষি খাতে গড়ে ৫ দশমিক ৪ শতাংশ, শিল্প খাতে ৬ দশমিক ২ শতাংশ এবং সেবা খাতে ৬ দশমিক ২ শতাংশ হারে উৎপাদনশীলতা বাড়বে বলে আশা করা হচ্ছে। উৎপাদনশীলতার উন্নয়নে প্রণীত ১০ বছর মেয়াদি মহাপরিকল্পনায় এ লক্ষ্য জানিয়েছে এনপিও। এ মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের শিল্প খাতে উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি পণ্যের গুণমান, প্রতিযোগিতার সক্ষমতা ও উদ্ভাবনী দক্ষতা সন্তোষজনক পর্যায়ে উন্নীত করা হবে।
উল্লেখ্য যে, বিগত ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ অক্টোবর উৎপাদনশীলতা দিবস ঘোষণা করেন। এজন্য উৎপাদনশীলতাকে জাতীয় আন্দোলন হিসেবে গড়ে তুলতে ২০১২ সাল থেকে প্রতিবছর ২ অক্টোবর জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন করা হচ্ছে।
বক্তারা আরো বলেন,দিন দিন কৃষি জমি কমে যাচ্ছে, ভরাট হয়ে যাচ্ছে নদী-খাল বিল। ফলে উৎপাদন বাড়াতে আমাদের টার্গেট অনুযায়ী কাজ করে যেতে হবে। পাশাপাশি যাতেআমরা খাদ্যের অপচয় না করি সে দিকে অধিক গুরুত্ব দিতে হবে। সেই সাথে খাদ্যের সুষম বণ্টন করতে হবে।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।।বিডি টাইমস নিউজ