আশরাফুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজগঞ্জ পৌর এলাকার দুই মহল্লার মধ্যে সংঘর্ষে সাজ্জাদ হোসেন (১৮) নামের এক যুবক হত্যা মামলার ৫ জনসহ ১১ আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) ও সদর থানা পুলিশ।
শুক্রবার (১ অক্টোবর) রাতে দিয়ারধানগড়া ও সয়াগোবিন্দ মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, দিয়ারধানগড়া মহল্লার দেলবার হোসেনের ছেলে রাব্বি হোসেন (২৬), একই মহল্লার ইসমাইল হোসেনের ছেলে লিটন শেখ (২৮), মৃত সমশের খানের ছেলে নকিব খান (৬০), বাদল সেখের ছেলে রাজু সেখ (২২), তারা সরদারের ছেলে তাইজুল সেখ (৫৫)।
শনিবার (২ অক্টোবর) সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দ (ডিবি) পুলিশ উপ-পরিদর্শক মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে সরকারী কাজে বাঁধা দেওয়ায় সিরাজগঞ্জ সদর থানার পুলিশ ৬জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে বলে সদর থানার ওসি (অপারেশন) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলো, সয়াগোবিন্দ মহল্লায় ইসমাইল হোসেন (২৭), আসলাম সেখ (৫০), আরিফ সেখ (৩৫), গোলজার (৬০), সবুজ (২১), আসলাম (৪২)।
উল্লেখ্য, গত বুধবার (১৮ আগস্ট) দুপুরে দিয়ারধানগড়া ও সয়াগোবিন্দ মহল্লায় সংঘর্ষের ঘটনায় সাজ্জাদ হোসেন (২৮) নামের এক যুবক নিহত হয়। নিহত সাজ্জাদ হোসেন পৌর এলাকার সয়াগোন্দি মসজিদ পাড়ার আবু সাঈদের ছেলে। এ সময় উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে অন্তত ৩০ জন আহত হয়। পরে আহতদের সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।
সিরাজগঞ্জ নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ