আশরাফুল ইসলাম, সিরাজগঞ্জ সংবাদদাতা ।।  বাল্য বিয়ে ও সহিংসতা প্রতিরোধে আমাদের করনীয়” শীর্ষক নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চতকরণ পকল্প মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহসপ্রতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে এস এস রোডস্থ চেম্বার অব কমার্স সম্মেলন কক্ষে প্রোগ্রাম ফর উইমেন ডেভেলপমেন্ট (পিডাব্লিউডি) বাস্তবায়নের মতবিনিময় সভা অনুষ্ঠানে জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান এ্যাড: শামিমা ইয়াসমিন রিমা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হাসিবুল আলম(বিপিএম)।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, জেলা আনসার কমান্ডার মির্জা শিফাত এ খোদা, সদর উপজেলা সমাজ সেবা অফিসার মো :সোহেল রানা প্রমূখ।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন, এনডিপি এ্যাসেন্টেন্ট ম্যানেজার মো. রফিকুল ইসলাম, নিবাহী পরিচালক সমতা আব্দুল বাতেন ভূইয়া, নারী সাংবাদিক মাকসুদা খাতুন, জেলা ব্র্যাক সমন্বয় আনিসুল ইসলাম, সিনিয়র সাংবাদিক নওশাদ আলী, সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল কালাম আজাদ,মল্লিকা সানাউল্লাহ আনসারি স্কুলের প্রধান শিক্ষক মো : আতিকুল ইসলাম।

এ সময় প্রধান অতিথি পুলিশ সুপার বলেন, নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চতকরণ পকল্প মতবিনিময় সভা আমাদের নাগরিকদের কে সচেতনতা হতে হবে,পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষক গন এবং এনজিও প্রতিনিধিদের আরোও মাঠ পযার্য়ের শক্ত অবস্থান যেতে হবে ফলে আমরা আমাদের কাঙ্খিত ফল পেতে পারি।বাল্যবিয়ে ও সহিংসতা প্রতিরোধে আমাদের সবাই সচেতন করতে হবে। বিশেষ করে প্রতিটি পরিবার থেকে বাবা ও মা এবং সমাজের সকল কে এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রয়োজন আছে। আমাদের সকলের উচিত সরকারের নিয়ম অনুযায়ী মেয়েদের কে ১৮ বছর আগে বিয়ে নয়। বাংলাদেশ পুলিশ সব সময় নাগরিকদের কে সম্মান ও নিরাপত্তা নিশ্চতকরার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছে। ৯৯৯ সেবার মধ্যামে বাংলাদেশ পুলিশ সব সময় তৎপর এবং ফোন আসার সাথে সাথে পুলিশ আপনার কাছে দুরুক্ত চলে যাবে এবং আপনার সমস্যা কথা শুনবে চেষ্টা করবে সমাধান কি ভাবে করা যায়। ৯৯৯ যে ফোন দিবে তার নাম এবং ঠিকানা গোপন রাখা হয়ে থাকে।

সিরাজগঞ্জ নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে