জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ায় করোনা সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। সর্বশেষ বুধবার (২৯ সেপ্টেম্বর) প্রাপ্ত ফলাফল অনুযায়ী সংক্রমণের হার মাত্র  ১ দশমিক ৫৮। বুধবার পাওয়া ফলাফলে ৩৮০ জনের রিপোর্ট থেকে মাত্র ছয় জনের করোনা শনাক্তের কথা উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সরকারের হিসেব মতে, সংক্রমণের  হার পাঁচ শতাংশের নিচে হলে সেটাকে নিয়ন্ত্রণ হিসেবে ধরা হয়। তবে টানা ১৫ দিন পর্যন্ত পাঁচ শতাংশের নিচে সংক্রমণ থাকলে করোনা নিয়ন্ত্রণ হয়েছে বলে ধরে নেওয়া যাবে। অবশ্য সেই হিসেবে মাঝখানে করোনা সংক্রমনের হার কিছুটা বেড়ে যাওয়ায় একেবারে নিয়ন্ত্রণে এসে গেছে  বলা যাবে না। যদিও  এই হারও  করোনার জন্য খুব বেশি না।

সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া হিসেব থেকে দেখা যায়, সর্বশেষ লকডাউন উঠার পর থেকেই করোনার সংক্রমণ হার কমতে থাকে। এর মধ্যে চলতি মাসে সংক্রমণ হার অনেক কম। ১২ সেপ্টেম্বর  ৭ দশমিক ৬৪, ১১ সেপ্টেম্বর ১০ দশমিক ৮৫,  সেপ্টেম্বর ১০ এ ১৮ দশমিক ১৮,  ৯ সেপ্টেম্বর ৬ দশমিক ৭২, ৮ সেপ্টেম্বর ৯ দশমিক ০০, ৭ সেপ্টেম্বর ১৯ দশমিক ১৫, ৬ সেপ্টেম্বর ৫ দশমিক ১৩, ৫ সেপ্টেম্বর ১৬ দশমিক ৩৩,  ৪ সেপ্টেম্বর ১৩ দশমিক ৫৬, ৩ সেপ্টেম্বর ১৬ দশমিক ৬৭, ২ সেপ্টেম্বর ১১ দশমিক ৬২  এবং ১ সেপ্টেম্বর ২১ দশমিক ২৩ হারে করোনা শনাক্ত হয়। সংক্রমণ হার পাঁচ-এর নিচে নেমে আসে গত ১৩ ও ১৪ সেপ্টেম্বর পাওয়া ফলাফলে। ১৩ সেপ্টেম্বর ৪ দশমিক ৫ হারে ৭৪ জনে তিনজন ও ১৪ সেপ্টেম্বর ৪ দশমিক ৪৪ হারে ৪৫ জনের রিপোর্টে দু’জনের করোনা শনাক্ত হয়।

সর্বশেষ পাঁচ দিনের হিসেব থেকে দেখা যায়, বুধবার  ৩৮০ জনের রিপোর্টে আসা ফলাফলে মাত্র ছয়জনের করোনা শনাক্ত হওয়ার কথা উল্লেখ আছে। শনাক্তের হার মাত্র ১ দশমিক ৫৮। এর মধ্যে নাসিরনগরে তিনজন, সদরে দুইজন ও কসবায় একজন আক্রান্ত হন। এছাড়া ২৮ সেপ্টেম্বর শতকরা ২০ ভাগ হারে ১৫ জনের মধ্যে তিনজন, ২৭ সেপ্টেম্বর ১১ দশমিক ১১ হারে ১৮ জনের মধ্যে দুইজন, ২৬ সেপ্টেম্বর ৫ দশমিক ৭৪ হারে ২৪৪ জনের রিপোর্টে ১৪ জন, ২৫ সেপ্টেম্বর ছয় ভাগ হারে ৫০ জনের মধ্যে তিনজনের করোনা শনাক্ত হয়। তবে এসব আক্রান্তের মধ্যে বেশির ভাগই সদর উপজেলায়। সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত ১৭৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি নবীনগরে ৪৭ ও সদরে ৪৫ জন মারা গেছেন। মৃত্যুর হার সবচেয়ে কম নাসিরনগরে  মাত্র পাঁচজন, বিজয়নগরে ও বাঞ্ছারামপুরে ছয় জন করে এবং কসবায় মারা গেছেন সাতজন।  এছাড়া সরাইলে ২৩ জন, আশুগঞ্জে ২০ জন ও আখাউড়ায় ২০ জন মারা গেছেন। জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৯৩ জন। নমুনা সংগ্রহের হিসেবে আক্রান্তের হার ১৬ ভাগ। সুস্থ হয়েছেন ১০ হাজার ৬৬৩ জন।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ’র ভাষ্যমতে, জেলায় এখন করোনা সংক্রমণ  অনেকটাই নিয়ন্ত্রিত। একটানা অন্তত ১৫ দিন পাঁচ শতাংশের নিচে সংক্রমণের হার নেমে এলে পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলা যাবে। তবে আমরা তা আশা করছি, অচিরেই  এবং স্বল্প সময়ের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা করোনা মুক্ত ঘোষণা হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা নিউজ।।বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে