আশরাফুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি।। সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেয়ার প্রতিবাদে এবং অভিযুক্ত শিক্ষককের অপসারনের প্রতিবাদে পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। এবং শিক্ষার্থীরা অভিযুক্ত সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিনের অপসারনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্লেকার্ড হাতে বিক্ষোভ করে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষনা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থী জানান, কয়েক দিন আগে ক্লাস চলাকালে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন শিক্ষার্থীদের চুল বড় রাখার বিষয়ে বকাঝকা করেন। তার ভয়ে সবাই পরদিনই চুল ছোট করেন আসে। পরে ২৬ সেপ্টেম্বর দুপুরে সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি বিষয়ের ফাইনাল পরীক্ষার হলে ঢোকার সময় অভিযুক্ত শিক্ষক কাঁচি হাতে দরজার সামনে দাড়িয়ে থাকেন। এসময় যেসকল শিক্ষার্থীর মাথার চুল হাতের মুঠোর মধ্যে ধরা যায় তাদের মাথার সামনের বেশ খানিকটা চুল তিনি কাঁচি দিয়ে কেটে দেন। এঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এই অপমানে ২৭ সেপ্টেম্বর রাতে নাজমুল হাসান তুহিন নামে এক শিক্ষার্থী অতিমাত্রার ঘুমের ঔষুধ খেয়ে আত্বহত্যার চেষ্টা করে। পরে তাকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় রাতে বিক্ষুব্দ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ভাংচুর চালায়।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা তাদের ফাইনাল পরিক্ষা বর্জন করে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে তালা দিয়ে আন্দোলন শুরু করে। এসময় শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের অপসারনের দাবি জানান। অপসারন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।
ক্যাম্পাস নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ