অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ১ বছর পূর্ণ করেছেন। এ উপলক্ষ্যে আজ (২৯ সেপ্টেম্বর) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (ভার:) অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আরফিনের নেতৃত্বে বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে উপাচার্যকে তাঁর কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভার:) মু. আতাউর রহমান সহ ইবি বঙ্গবন্ধু পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ফুলেল শুভেচ্ছাকালে নেতৃবৃন্দ সফলভাবে ১ বছর অতিবাহিত করায় উপাচার্যকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁর শুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এরআগে রেজিস্ট্রার (ভার:) মু. আতাউর রহমান উপাচার্যের ১ বছর পূর্তিতে রেজিস্ট্র্রার অফিসের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। উল্লেখ্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর ৪ বছরের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান।

বিশ্ববিদ্যালয়ে কোভিট-১৯ ভ্যাকসিন রেজিস্ট্রেশনের সুবিধার্থে ইবি কতৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করা হয়ছে বলে জানা যায়। ইসলামী বিশ্বিবিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীর জাতীয় পরিচয় পত্র নেই এবং কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারেনি তাদেরকে জরুরী ভিত্তিতে জাতীয় পরিচয় পত্র প্রদানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষভাবে রেজিস্ট্রেশনের ব্যবস্থা গ্রহণ করেছে। যাদের জাতীয় পরিচয় পত্র নেই তাদেরকে নির্বাচন কমিশনের ওয়েবসাইট (যঃঃঢ়ং:/ংবৎারপবং.হরফ.িমড়া.নফ/ৎবমরংঃৎধঃরড়হ) হতে রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত ২ নম্বর ফমর্ (নিবন্ধন ফর্ম) অনলাইনে যথাযথভাবে পূরণকরে আবেদনের প্রিন্ট কপি, জন্ম সনদ, এস.এস.সি পাশের সনদ, শিক্ষার্থীর পরিচয়পত্র, পিতা-মাতার জাতীয় পরিচয় পত্র ও ২ (দুই) কপি ছবি সংযুক্তপূর্বক আগামী ৬ অক্টোবরের মধ্যে স্ব-স্ব উপজেলা নির্বচন কমিশন অফিসে জমা দিতে হবে। উল্লেখ্য যে সকল শিক্ষার্থী বর্তমানে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায় অবস্থান করছে সে সব শিক্ষার্থীকে অত্র বিশ্বিবিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালকের অফিসে আবেদনপত্র জমা দিতে হবে।

ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে