জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা।।ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে নৌকা প্রতীক চান বীর মুক্তিযোদ্ধার সন্তান মোহাম্মদ মহিউদ্দিন। আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন মেরুকরণের ফলে সমন্বয় কমিটির সভায় গঠিত দলটির শরীফপুর ইউনিয়ন সভাপতি তিনি। এর আগে কাউন্সিলের মাধ্যমে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন এ তরুণ নেতা।
ইতোমধ্যেই তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে প্রচার প্রচারণার পাশাপাশি দলীয় মনোনয়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মোহাম্মদ মহিউদ্দিন উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়া গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব ও বীরমুক্তিযোদ্ধা মরহুম শফিকুল ইসলাম আবু সামার ছেলে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়ার পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছেন বলে তিনি জানান। তিনি বলেন, ‘ইউনিয়নবাসী পরিবর্তন দেখতে চাই। তাই দলের মাঠ পর্যায়ে সাধারণ নেতাকর্মী ও ভোটারদের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া পাচ্ছি। তবে দলের অনুগত করি বলেই নৌকা চাই। আমার বিশ্বাস নৌকা পেলে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়নবাসীর আশা আখাঙ্খার প্রতিফলন ঘটাতে সক্ষম হব ইনশাআল্লাহ।
শিক্ষাজীবনে মোহাম্মদ মহিউদ্দিন মেধাবী ছাত্র ছিলেন। তিনি ১৯৯১ সনে খোলাপাড়া শাঁহ ফরাছত আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজ থেকে ১৯৯৫ সনে এইচএসসি ও ১৯৯৯ সনে বিএ(স্নাতক) কৃতিত্বের সাথে পাশ করেন। শিক্ষা জীবন থেকেই তিনি মুজিব আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত হন। ছাত্র জীবন শেষ করে মহিউদ্দিন জীবনধারনের জন্য ব্যবসায়িক পেশায় আত্মনিয়োগ করেন। ঠিকাদারি ও ফার্মেসী ব্যবসার পাশাপাশি তিনি এলাকায় একটি পোল্ট্রি খামার গড়ে তুলেন। খুব অল্প সময়েই একজন সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। স্নাতক ডিগ্রি অর্জন করেও এলাকার সাধারণ মানুষের জন্য কাজ করার ইচ্ছা থেকেই ব্যবসায়িক পেশায় নিয়োজিত হন বলে তিনি জানান।
ব্যবসায়িক কাজে ব্যস্ততার ফাঁকেও তিনি রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে সময় দিচ্ছেন সমানতালে। ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃত্ব দেয়ার পাশাপাশি মোহাম্মদ মহিউদ্দিন সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশ নিয়ে প্রশংসনীয় ভূমিকা রেখে চলছেন। একাধারে তিনি যেমন রেডক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের আজীবন সদস্য আবার ঠিক তেমনী তিনি উপজেলার প্রধান সাংস্কৃতিক সংগঠন সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের ও সদস্য। এছাড়া তিনি খোলাপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক হিসেবেও বেশ কয়েক বছর দায়িত্ব পালন করেছেন। তিনি মানুষের কল্যানে এলাকা ছাড়াও অন্যান্য অঞ্চলের মানুষের মাঝে নিয়মিত সেবামূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে করোনাকালীন সময়ে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সহায়তা ও নগদ টাকা বিতরণ করে তিনি একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
মোহাম্মদ মহিউদ্দিনের প্রয়াত পিতা বীরমুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম আবু সামা বাংলাদেশ সেনাবাহিনীর ইন্জিনিয়ারিং কোরে ল্যান্স কর্পোরাল পদে কর্মরত ছিলেন।চাকুরী থেকে অবসর নিয়ে তিনি ও সামাজিক কাজে আত্মনিয়োগ করেছিলেন। তিনি এলাকার স্কুল,মাদরাসা, কবরস্থান ও মসজিদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। পাশাপাশি তিনি ছিলেন উপজেলার একজন নামকরা সালিশকারক।পিতার এ পরিচিতি বাড়তি ইমেজ হিসেবে কাজ করছে মোহাম্মদ মহিউদ্দিনের কর্মকান্ডে। সরেজমিনে ইউনিয়নবাসীর সাথে কথা বলে জানা যায়, এবার পরিবর্তনের পাশাপাশি নতুন এবং তরুন প্রার্থীকে চান তারা। যে কিনা তার স্বচ্ছতা ও নিষ্ঠার মাধ্যমে শরীফপুর কে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবেন। এলাকাবাসীর সমর্থনের কারনেই মোহাম্মদ মহিউদ্দিন চেয়ারম্যান পদে নৌকা চান এবং নৌকার হাল ধরার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
এছাড়া আমাদের মহান মুক্তিযুদ্ধে রয়েছে তার পরিবারের অসামান্য অবদান। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী তার পিতা মুক্তিযুদ্ধে যাবার ফলে তাদের বাড়িঘরে আগুন লাগিয়ে দিয়েছিল। হানাদার বাহিনীর আগুনে ঘরবাড়িসহ পুড়ে ছাঁই হয়ে গিয়েছিল সমস্ত কিছু। পিতার আদর্শে কে অনুসরণ করে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সর্বদা অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছেন মোহাম্মদ মহিউদ্দিন। ফলে নির্বাচনী এলাকার জনগণ তাঁকে চেয়ারম্যান পদে দেখতে চান। জনগণের এ আবদার রক্ষার্থেই তিনি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করার জন্য প্রস্ততি নিচ্ছেন বলে জানান।
তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও দলকে ভালবাসি বলেই নৌকা প্রতীকে নির্বাচনের মাঠে লড়তে চাই। চেয়ারম্যান নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণ ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পরিকল্পনা ‘গ্রাম হবে শহর’ বাস্তবায়নে কাজ করব। তাছাড়াও মাদকমুক্ত সমাজ গড়তে ও একটি আদর্শ ইউনিয়ন গঠনের জন্য ও কাজ করে যাবার অঙ্গীকার ব্যক্ত করেন।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।।বিডি টাইমস নিউজ