জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া  জেলা প্রতিনিধি।। আশুগঞ্জে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও সাত সেট চায়না রিং (ম্যাজিক জাল) জব্দ করে পুড়িয়ে দিয়েছে উপজেলা মৎস্য অফিস।

বৃহস্পতিবার সকালে নৌ পুলিশের সহায়তায় উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মূল্য ১০ লক্ষ টাকা হবে বলে জানিয়েছে মৎস অফিস। পরে এসব জাল জনসম্মুখে এনে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়।উপজেলা মৎস্য অফিসার রওনক জাহান বলেন, চায়না জাল, কারেন্ট জালসহ যে জাল দিয়ে পোনা মাছ ধরা হয় সেসব জাল আমাদের দেশে নিষিদ্ধ। সর্বনাশা এই জালের ব্যবহার আমাদের মৎস্য সম্পদকে হুমকির মুখে ফেলবে। বিশেষ করে দেশীয় প্রজাতির মাছের প্রজনন বৃদ্ধিতে এসব জাল অত্যন্ত ক্ষতিকর। তাই, এসব জালের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আলোকে অভিযান চালানো হচ্ছে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। এ সময় সহকারী মৎস্য কর্মকর্তা, অফিস সহকারীদ্বয় ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা নিউজ।।বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে