কে এম মিঠু, টাঙ্গাইল প্রতিনিধি ।। দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে চায়না জাল নিষিদ্ধ করা হয়েছে। চায়না জালের বিরুদ্ধে সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও এ অভিযান চলমান রয়েছে।

এ ধারাবাহিকতায় বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদর উপজেলায় বিপুল পরিমাণ চায়না জাল ধ্বংস করা হয়। যার আনুমানিক মুল্য প্রায় দুই লক্ষাধিক টাকা। টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুন ধলেশ্বরী নদী সংলগ্ন মাহমুদ নগর এলাকায় এক ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রায় দুই লক্ষাধিক টাকার চায়না জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে