ব্যক্তিগত উদ্যোগে বেশ কয়েকবার অত্র রাস্তার ড্রেনেজের কাজ করা হলেও স্থায়ী সমাধান হচ্ছে না। ভুক্তভোগীরা বলেন, রাস্তায় জলাবদ্ধতার কারণে যানজট ও ময়লা পানি জমে থাকার কারনে পানির দুর্গন্ধে চলাচল ও বসবাস করা তাদের জন্য অনেক কষ্টকর হয়ে পড়েছে। জমে থাকা দূর্ঘন্ধ ও ময়লা পানির কারনে অত্র এলাকায় পানিবাহিত রোগ জীবাণু ছড়িয়ে পড়ছে বলেও ধারনা করছেন অনেকে। উল্লেখ্য যে, সামান্য বৃষ্টিপাতেই এখানকার মানুষের ভোগান্তি বেড়ে যায় । তাই দ্রুত জলাবদ্ধতা নিরসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা ।
এ বিষয়ে চরচারতলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ মিয়া বলেন, ইউনিয়ন পরিষদের কোন বাজেট না থাকার কারণে ড্রেনেজ সংস্কার কাজ করা যাচ্ছে না। তিনি আরো বলেন এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃহানিফ মুন্সীর সাথে কথা হয়েছে, আশা করি দ্রুত এ সমস্যার সমাধান হবে। এ বিষয়ে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস বাপ্পী মুঠোফোনে বলেন,এ বিষয়ে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিষয়টি নিয়ে ঐ এলাকার লোকজনের সাথে মিটিং রয়েছে । মিটিংয়ে বিষয় টি নিয়ে আলোচনা করা হবে এবং কিভাবে এ সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।।বিডি টাইমস নিউজ