ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম)- প্রতিনিধি।।ফটিকছড়ির নারায়ণহাট ইউনিয়নের সুন্দরপুর-হাপানিয়া সড়কে নবনির্মিত ডক্টর মাহমুদ হাসান সেতু উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) ফলক উন্মোচনের মাধ্যমে সেতুটির শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালাম। মালয়েশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ও প্রয়াত জেলা পরিষদ সদস্য ডক্টর মাহমুদ হাসানের স্মরণে ২০ লক্ষ টাকা ব্যয়ে ৩০ ফুট দৈর্ঘ্য এ সেতু নির্মাণ করেছে চট্টগ্রাম জেলা পরিষদ।
নারায়ণহাট ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশীদের সভাপতিত্বে সেতু উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী সাব্বির ইকবাল, জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, এডভোকেট উম্মে হাবিবা, সচিব দিদারুল আলম, প্রকৌশলী মোহাম্মদ মুনির, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য বখতিয়ার সাঈদ ইরান, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম হোসেন, উপজেলা কৃষকলীগ সভাপতি নুর হোসেন, সাধারণ সম্পাদক নুরুল আমিন, সাবেক জেলা ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিন, বাবলু বিশ্বাস, হারাধন বাবু, ড. মাহমুদ ফাউন্ডেশনের মুখপাত্র সাংবাদিক আহমেদ এরশাদ খোকন, শওকত আকবর মেম্বার, আলতাফ হোসেন মেম্বার, রুপসী বনিক অন্তরা মেম্বার, তাহেরা বেগম মেম্বার, ইউনিয়ন যুবলীগ সভাপতি মোহাম্মদ মুসা, ছাত্রলীগ নেতা মেজবাহ উদ্দিন, সাদেক আলী সিকদার শুভ, রিন্টু নাথ, রাসেল উদ্দিন, শাহ আলম প্রমুখ।
ফটিকছড়ি, চট্টগ্রাম নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ