জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা।। দৈনিক সমকালের কসবা উপজেলা সংবাদদাতা মোঃ সোলেমান খানকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) কসবা প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে হুমকিদাতা ও নেপথ্যে থাকা নায়কদের বিরুদ্ধে অবিলম্বে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান সাংবাদিক নেতারা। সাংবাদিকরা অভিযোগ করে বলেন, সমকালে একটি সংবাদ প্রকাশের জের ধরে গত ৪ সেপ্টেম্বর রাতে প্রথমে ‘আমার সংবাদ’ পত্রিকার প্রতিনিধি ভজন শংকর আচার্য্যের কাছে ও পরে মোবাইল ফোনে সোলেমান খানকে প্রাণনাশের হুমকি দেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। এ অবস্থায় সোলেমান খান শঙ্কার মধ্যে আছেন। প্রেসক্লাব সভাপতি মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক মো. শাহ আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. লোকমান  হোসেন পলা, দৈনিক সংবাদ প্রতিনিধি মুন্সী রুহুল আমিন টিটু, সমকাল সংবাদদাতা মো. সোলেমান খান প্রমুখ। এছাড়াও উক্ত মানববন্ধনে কসবা প্রেসক্লাবের সকল সদস্য ও উপজেলায় কর্মরত সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, সোলেমান খানের মতো একজন প্রবীন সাংবাদিককে প্রাণনাশের হুমকীর বিষয়টি ছোট করে দেখার অবকাশ নেই। এর পেছনে যাদের মদদ রয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন মাদক ব্যবসায়ী, পাহাড় কাটার সঙ্গে সম্পৃক্ত একটি মহল তাদের অনৈতিক স্বার্থে আঘাত লাগার কারণেই একজন সিনিয়র সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

প্রাণনাশের হুমকির অভিযোগ অস্বীকার করে শফিকুল ইসলাম বলেন, ‘সাংবাদিক সোলেমান খান উপজেলা আওয়ামী লীগেরও সদস্য। তার সঙ্গে আমার কোনো বিরোধ নেই। একটি ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক ভজন আচার্য্যের সঙ্গে কথা বলি। এরপর সোলেমান খান নিজেই আমাকে ফোন করে গালাগাল করলে আমি তার প্রতিউত্তর দেই।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।।বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে