জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রলার ডুবিতে নিহত মেডিকেল শিক্ষার্থী আরিফ বিল্লাহ মামুনের মেডিক্যালে ভর্তি হওয়ার ফি ফেরত পেয়েছে তার পরিবার।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পান্থপথে গ্রীন লাইফ মেডিকেল কলেজের অধ্যক্ষের কার্যালয়ে ভর্তি ফির ১৮ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। মামুনের বাবা জহিরুল হক ভূঁইয়ার হাতে চেকটি তুলে দেন  গ্রীন লাইফ মেডিকেল কলেজের অধ্যক্ষ এ বি এম বায়েজিদ হোসাইন। এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রীন লাইফ মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন কুতুবী, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মো. মহিউদ্দিন খোকন। নিহত মামুনের চাচা ওমর ফারুক ভূঁইয়া জানান, দুই মাস আগে রাজধানীর গ্রীন রোডের গ্রীন লাইফ মেডিকেল কলেজে ভাতিজাকে ডাক্তার বানানোর স্বপ্ন ও আশা নিয়ে ১৮ লাখ টাকা ফি দিয়ে ভর্তি করানো হয়। আমাদের একটাই আশা ছিল, ভাতিজা ডাক্তার হবে। ভাতিজা বেঁচে থাকলে আরও ৫০ লাখ টাকা খরচ করলেও কোনো দুঃখ থাকতো না। কিন্তু বিধিবাম  নৌ-দুর্ঘটনায় আমাদের সব স্বপ্ন চূর্ণবিচূর্ণ হয়ে গেল। কেড়ে নিল আমাদের লালিত স্বপ্ন। ডাক্তারী পড়া হলনা ভাতিজা মামুনের। দূর্ঘটনার সাথে সাথে অল্পতেই ঝড়ে গেল ভাতিজা মামুনের প্রান। যা কোনদিনও ভূলতে পারবনা, যা ভূলার নয়।

উল্লেখ্য যে  গত ২৭ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার লইসকা বিলে বালু বোঝাই ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে ২৩ জন নিহত হন। এতে উপজেলার চম্পকনগর ইউনিয়নের জামালপুর গ্রামের সৌদি প্রবাসী জহিরুল হক ভূঁইয়ার ছেলে আরিফ বিল্লাহ মামুনও মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।।বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে