কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে কুষ্টিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের আল-মামুন সাগর-মজিবুল শেখ পরিষদের প্যানেল পরিচিতি ও নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার সময় কুষ্টিয়া শহরের খেয়া রেস্তোরাঁয় প্যানেল ও ইশতেহার ঘোষণা উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। কুষ্টিয়া প্রেসক্লাবেক সাবেক দপ্তর সম্পাদক, বাংলাভিশন, দৈনিক দেশ রুপান্তর পত্রিকা ও বিডি নিউজের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ বার্তা পত্রিকার সম্পাদক প্রবীণ সাংবাদিক আবদুর রশিদ চৌধুরী।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলোওয়াতের মধ্য দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণায় বক্তব্য রাখেন স্বাধীনতা সংগ্রামের কুষ্টিয়ার প্রথম পতাকা উত্তোলণকারী বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, দৈনিক মুক্তমঞ্চের সম্পাদক চৌধুরী মোর্শেদ আলম মধু, দৈনিক কুষ্টিয়া বার্তা পত্রিকার সম্পাদক আলহাজ্ব মো: খাদেমুল ইসলাম, বিশিষ্ট কলামিষ্ট জহুরুল হক চৌধুরী রঞ্জু, বাংলাদেশ টুডে‘র কুষ্টিয়া প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হামিদুর রহমান, কুষ্টিয়া প্রেসক্লাবের তিন বার নির্বাচিত সাবেক সফল সাধারণ সম্পাদক, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, জাগো নিউজ টয়েন্টি ফোর ডটকম ও বার্তা সংস্থা ইউএনবি’র কুষ্টিয়া প্রতিনিধি এবং দৈনিক জয়যাত্রা পত্রিকার সম্পাদক আল-মামুন সাগর, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক কুষ্টিয়া দর্পণ’র সম্পাদক মজিবুল শেখ, নিউজ টয়েন্টি ফোর টেলিভিশনের স্টাফ রিপোর্টার জাহিদুজ্জামান, কুষ্টিয়া প্রেসক্লাবের দুইবার নির্বাচিত সাবেক সহ-সভাপতি ও দৈনিক মাটির ডাক পত্রিকার সম্পাদক লুৎফর রহমান কুমার, মাই টিভির কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু, দি ডেইলী অবজারভার পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি ও দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার সম্পাদক পিএম সিরাজুল ইসলাম, বৈশাখী টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি রবিউল ইসলাম দোলন, বাংলা টিভি’র কুষ্টিয়া প্রতিনিধি এম লিটন উজ জামান, দপ্তর সম্পাদক পদে দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার সম্পাদক নাহিদ হাসান তিতাস, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক নির্বাহী সদস্য সাপ্তাহিক রবি বার্তা’র সম্পাদক ডা: গোলাম মওলা, আরটিভির স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলাল, দৈনিক জনমতামত‘র সম্পাদক ইব্রাহীম হোসেন মিরাজ, সাপ্তাহিক কুষ্টিয়ার দিগন্ত পত্রিকার খালিদ হাসান সিপাই, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি ডালিয়া পারভিন, দৈনিক জনতার কুষ্টিয়া প্রতিনিধি শরীফ মাহামুদ, দৈনিক আজকালের খবর পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি এস এম জামাল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশসহ এশিয়া মহাদেশের সাংবাদিকতার অন্যতম দিকপাল কাঙাল হরিনাথের জেলা কুষ্টিয়াকে সাংস্কৃতিক রাজধানীর পাশাপাশি সংবাদপত্রের জেলাও বলা হয়ে থাকে। কেননা ছোট্র এই জেলা থেকে দৈনিক ও সাপ্তাহিক মিলিয়ে প্রায় ৫০ টির অধিক পত্রিকা প্রকাশিত হয়। সংবাদপত্রের পাশাপাশি এ জেলার সাংবাদিকদেরও বেশ সমৃদ্ধ ও গৌরব ঐতিহ্য রয়েছে। জেলার উন্নয়নে এখানকার সংবাদপত্র ও সাংবাদিকদের অনবদ্য ভূমিকা প্রশংসার দাবি রাখে।
কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ