বশেমুরবিপ্রবিতে ১৮ মাস পর সশরীরে ক্লাস ও পরীক্ষা  করোনা মহামারির ফলে দীর্ঘ প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে।
আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষ এবং পদার্থবিজ্ঞান বিভাগের পরীক্ষা শুরু হয়। এছাড়াও আইন বিভাগও পরীক্ষামূলকভাবে সশরীরে ক্লাস শুরু করেছে। সংশ্লিষ্ট বিভাগসমূহের সূত্র থেকে জানা যায়, এসব বিভাগে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে একাডেমিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরীক্ষার সময় সংশ্লিষ্ট কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসার জন্য সকল ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে। দীর্ঘ সময় পর সশরীরে পরীক্ষা শুরু হওয়ায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার জানান, দুটি বিভাগের চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা সশরীরে নেওয়া শুরু হয়েছে এবং অন্যান্য বিভাগগুলোও সশরীরে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সফলভাবে এ কার্যক্রম চললে ভবিষ্যতে অন্যান্য শিক্ষাবর্ষের ক্লাস-পরীক্ষা সশরীরে নেওয়া যাবে।
এদিকে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু হলেও বন্ধ রয়েছে শিক্ষার্থীদের আবাসিক হলসমূহ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, এখনো বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলার সিদ্ধান্ত হয়নি।
ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে