জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অভিবাসী কর্মী উন্নয়ন (ওকাপ) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে (১৩ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনাতনে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ।অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ওকাপের চেয়ারপারসন শাকিরুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার তানজিলা আবাসসুম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ইলেকট্রনিক ও প্রিন্ড মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও ওকাপের ভলান্টিয়ার সহ সুশীল সমাজের লোকজন।
উক্ত মতবিনিময় সভায় নিরাপদ ও সফল শ্রম অভিবাসনের লক্ষ্যে ওকাপ নারী ক্ষমতায়ন বৃদ্ধির জন্য অক্টোবর ২০১৯ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলাসহ অন্যান্য ৩টি জেলায় ৭টি বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে এবং আন্তজার্তিক শ্রম সংস্থা আইএলও এর সহযোগিতায় ওয়ার্ক ইন রিডম শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করছে বলে জানান তারা। মতবিনিময় সভায় ওকাপ কর্তৃক নাসিরনগর উপজেলার কুন্ডা, নাসিরনগর, পূর্বভাগ ইউনিয়নে বাড়ী বাড়ী গিয়ে তথ্য প্রদান, উঠান বৈঠকও প্রশিক্ষণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন,কর্মসংস্থান বিষয়ক স্থানীয় সুযোগ সুবিধা, জেন্ডার, নিরাপদ অভিবাসন ও মানব পাচারের ঝুঁকি সম্পর্কীত সচেনতামূলক কার্যক্রমের বিষয় নিয়েও বিশদ আলোচনা করেন বক্তারা।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।।বিডি টাইমস নিউজ