জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। আশুগঞ্জে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্প উপজেলা পর্যায়ে অবহিতকরন সভা ও দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সমাহার(গবেষণা ও উন্নয়ন ফাউন্ডেশন) ঢাকার আয়োজনে এবং আশুগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সমাহারের ট্রেনিং কনসাল্টেন্ট মোঃ মোস্তাফিজুর রহমান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রকৌশলী আব্দুর রহিম, সমাহারের টিম লিডার আব্দুল মান্নান। এ ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান , ইউনিয়ন পরিষদ এর সচিব ও প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন। সভায় আর্সেনিক মুক্ত পানির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং কিভাবে আর্সেনিক সনাক্ত করা যায় তার উপরে প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।।বিডি টাইমস নিউজ