শুক্রবার (৩ সেপ্টেম্বর) বাদ জুমা পাকশিমুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানভীর আহমেদ শিহানের মায়ের জানাজা পাকশিমুল জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হওয়ার পর লাশ নৌকাযোগে পাকশিমুল গ্রামের মেঘাল এলাকার সামাজিক কবরস্থানে দাফন করা হয়। নৌকাযোগে লাশ নিয়ে আসা লোকজন এ সময় বলেন, পাকশিমুল গ্রামের ৫ সহস্রাধিক লোকজন তাদের আত্বীয়-স্বজন মারা গেলে পাকশিমুল জামে মসজিদ মাঠে লাশের জানাজা হয়। জানাজা শেষে লাশ নিয়ে স্থানীয় তিতাস নদীর কিছু অংশ নৌকাযোগে পাড় হয়ে পাকশিমুল মেঘাল এলাকায় তাদের সামাজিক কবরস্থানে লাশ দাফন করা হয়। প্রিয়জনকে দাফনের মাধ্যমে চির বিদায় দিতে নৌকাযোগে কবরস্থানে আসা শোকাহত লোকজনকে এতে করে দুর্ভোগে পড়তে হয়। রাতে ও বৈরী আবহাওয়ার সময় তাদের এ ভোগান্তি আরও বেড়ে যায়।
এ ব্যপারে স্থানীয় এলাকার বাসিন্দা হাজী মোঃ দ্বীন ইসলাম বলেন, অরুয়াইল-পাকশিমুল এলাকার তিতাস নদীর সংযোগ ব্রিজের এক প্রান্ত থেকে নদীর পাড় ঘেঁষে পাকশিমুল হাজী শিশু মিয়া উচ্চ বিদ্যালয় হয়ে মাত্র অর্ধ-কিলোমিটার রাস্থা নির্মাণ করা হলে নৌকা করে লাশ কবরস্থানে নিয়ে যাওয়ার ভোগান্তি থেকে রক্ষা পাবেন এলাকার জনগণ।
তিনি আরও বলেন, আমি মরলেও তো আমার লাশ নৌকায় করে নিয়ে উক্ত কবরস্থানে দাফন করা হবে। আধুনিক যুগে বসবাস করেও রাস্তার অভাবে আমার লাশ নৌকায় করে নিয়ে কবরস্থানে দাফন করা হবে এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না।
পাকশিমুল ব্রিজের প্রান্ত থেকে স্থানীয় তিতাস নদীর পাড় ঘেষেঁ পাকশিমুল মেঘাল এলাকার সামাজিক কবরস্থান পর্যন্ত প্রায় অর্ধ-কিলোমিটার রাস্তা নির্মাণ করে নৌকায় করে লাশ কবরস্থানে নিয়ে যাওয়ার দুর্ভোগ থেকে এলাকাবাসীকে রক্ষা করতে সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ