মাসুদ রানা,মেহেরপুর প্রতিনিধি ।।মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া বিএন কলেজের এইচ এস সি পরিক্ষার্থীরা কলেজের সামনের সড়কে মানববন্ধন করেছে।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে দুপুরে কলেজের সামনে অভিভাবকরা ও পরিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসুচী পালন করে। এসময় এইচএসসি পরীক্ষার্থী আব্দুল হাকিম বলেন, ৩০ আগস্ট তারিখ ফরম পূরণের শেষ সময়সীমা সামনে মাত্র দু’টি দিন রয়েছে। পরীক্ষার্থীরা ফরম পূরণ করতে পারে নাই। বিএন কলেজের অধ্যক্ষ আ.ফ.ম. আলিমুজ্জামান বিভিন্ন খাতে দুর্নীতি করে বর্তমানে সাময়িকভাবে বরখাস্থ রয়েছেন।ইআইআইএন ১১৮২৫৪ এর পাসওয়ার্ড না দেওয়ায় এ জটিলতার সৃষ্টি হয়েছে । পরীক্ষার্থীরা ভবিষ্যৎ অনিশ্চয়তার ঝুঁকিতে পড়েছে। অভিভাবকদের মধ্য থেকে আমিনুল ইসলাম জানান, সন্তানদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে বরখাস্তে থাকা অধ্যক্ষ আ.ফ.ম আলিমুজ্জামানকে পাসওয়ার্ড দিয়ে দেওয়ার অনুরোধ জানান তিনি। অন্যথায় তার কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট হলে তাকেও আইনের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
মানববন্ধনে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব উল আলম বলেন, অধ্যক্ষ আ.ফ.ম আলিমুজ্জামান দুর্নীতি করে শিক্ষার্থীদের উপবৃত্তির ৪০ হাজার ৫শত টাকা, শিক্ষক কর্মচারীদের নিকট থেকে ৫ লক্ষ ৮৪ হাজার টাকা ও কলেজের আয়কৃত ১ লক্ষ্য ৪১ হাজার ৪৭০ টাকাসহ সর্বমোট ৭ লক্ষ ৬৫ হাজার ৯ শত ৭০ টাকা হাতিয়ে নেয়। এ বিষয়ে বর্তমান কলেজ কর্তৃপক্ষ যশোর বোর্ডের আরবিট্রেশন বোর্ডে ০৫/০১/২০২১ ইং তারিখে একটি লিখিত অভিযোগ দায়ের করেন যার আইডি নং ৪২৪৬।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ