জহির সিকদার, ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রতিনিধি।।আশুগঞ্জে ম্যাজিস্ট্রেট ও সার্জেন্ট পরিচয়ে চাঁদাবাজিকালে দুই যুবককে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে আটকদের জেল হাজতে পাঠানো হয়েছে।এর আগে বুধবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ রেলগেইট এলাকায় গাড়ি থামিয়ে ম্যাজিস্ট্রেট ও পুলিশের সার্জেন্ট পরিচয়ে চাঁদাবাজি করার সময় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, নবীনগর উপজেলার বড়াইল আলগাহাটির মোঃ দুলাল মিয়ার ছেলে মোঃ রাকিব মিয়া (৩০) ও আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর নজরপাড়ার শফিকুল ইসলাম ওরফে শুক্কুর আলীর ছেলে মোঃ জাহিদ হাসান (২৭)।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজাদ রহমান জানান, আটক দুই যুবকের বিরুদ্ধে পিকআপে থাকা কলা ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পূর্ব মেড্ডা তিতাসপাড়ার মোঃ আহাদ মিয়ার ছেলে মোঃ রহিম মিয়া বাদি হয়ে থানায় অভিযোগ দেন। উক্ত অভিযোগটি দন্ডবিধির ১৭০,৩৪২,৩৮৫ ও ৫০৬ ধারায় রজু করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়। পরে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ