জহির সিকদার, ব্রাহ্মনবাড়িয়া জেলা সংবাদদাতা ।। আশুগঞ্জ উপজেলার লালপুর থেকে ২৭টি চায়না রিং (ম্যাজিক) জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে উপজেলা মৎস্য দপ্তর।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা মৎস্য অফিসার রওনক জাহানের নেতৃত্বে আশুগঞ্জ থানা পুলিশ এতে সহায়তায় লালপুর মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।পরে জব্দকৃত জালগুলিকে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়।একই দিন বিকেলে আশুগঞ্জ বাজার থেকে প্রায় চার কেজি নিষিদ্ধ পিরানহা মাছ আটক করে এতিমখানায় বিতরণ করে দিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। উল্লেখ্য যে, চায়নার রিং জাল বা ম্যাজিক জাল এক ধরনের বিশেষ ফাঁদ। এটি প্রায় ৬০ থেকে ৮০ ফুট লম্বা। ছোট ছোট কক্ষ বিশিষ্ট খোপের মতো। এ জাল খাল-বিল, নদী-নালা ও জলাশয়ে বাঁশের খুঁটির সঙ্গে জালের দু’মাথা বেঁধে রাখা হয়। ছোট-বড় সব ধরনের ডিমওয়ালা মাছ এ জালে আটকা পড়ে।উপজেলা মৎস্য অফিসার রওনক জাহান বলেন, চায়না জাল, কারেন্ট জালসহ যে জাল দিয়ে পোনা মাছ ধরা হয় সেসব জাল আমাদের দেশে নিষিদ্ধ। সর্বনাশা এই জালের ব্যবহার আমাদের মৎস্য সম্পদকে হুমকির মুখে ফেলবে।

আর পিরানহা এক ধরনের রাক্ষুসে মাছ। বাংলাদেশ বন্যা প্রবণ দেশ। এখন পুকুরে বা ঘে‌রে যদি পিরানহা মাছ চাষ ক‌রা হয় এবং সেই মাছ যদি পানিতে ভেসে অবরুদ্ধ স্থান থেকে মুক্ত জলাশয় যেমন নদী, খাল বিলে চলে আসে। তখন তাদের আক্রমণে দেশীয় ছোট বড় সব মাছ বিলুপ্ত হয়ে যেতে পারে। তাই পিরানহা মাছ চাষ,উৎপাদন, পোনা উৎপাদন, বংশ বৃদ্ধি, বাজারে বিক্রি এবং বাজার থেকে ক্রয় সরকারীভাবে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। তিনি বলেন, মৎস্য সম্পদ রক্ষায় এজাতীয় অভিযান অব্যাহত থাকবে।

ব্রাহ্মনবাড়িয়া জেলা ডেস্ক।।বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে