আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি ।। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর স্যানিটেশন কর্মসূচির আওতায় নওগাঁ সদর উপজেলার কীর্ত্তিপুর ইউনিয়নের কোঁচগাড়ি ও পাইকপাড়া আদিবাসী গ্রামে মৌসুমী কর্তৃক বাস্তবায়িত হচ্ছে স্যানিটেশন কর্মসূচি। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার কীর্ত্তিপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হলো প্রকল্প সমাপনী সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কীর্ত্তিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতোয়ার রহমান। প্রধান অতিথি বলেন, করোনা কালীন সময়ে উন্নয়ন প্রকল্প যথাসময়ে বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ। সিংহভাগ ক্ষেত্রেই এই চ্যালেঞ্জ মোকাবেলা করা কঠিন হয়ে পড়েছে। কিন্তু মৌসুমী এই চ্যালেঞ্জ শতভাগ বাস্তবায়ন করতে পেরেছে।
সংস্থাটি ২৮টি আদিবাসী পরিবারের মাঝে ২৮টি মান সম্পন্ন ল্যাট্রিন প্রদান করেছে। এবং তাদের কাজের মানও ভালো মনে মন্তব্য করেন প্রধান অতিথি। এসময় আরো উপস্থিত ছিলেন, মৌসুমীর প্রধান নির্বাহী হোসেন শহীদ ইকবাল (রানা),উপ-প্রধান নির্বাহী গৌতম কুমার ঘোষ, পরিচালক এরফান আলী, পরিচালক অর্থ মোফাকখের আলম, কৈশোর কর্মসূচি’র সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুর রউফ পাভেল ও কৃষি কর্মকর্তা রুস্তম আলী।
নওগাঁ নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ