জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।।ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার পূর্ববাজারে রবিবার সন্ধ্যায় আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ঘরোয়া পরিবেশে আলোচনা সভা ও মিলাদ মাহফিল ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ (রুবেল) শিকদার,সাবেক ছাত্রলীগ সভাপতি মতিউর রহমান সরকার, বাবুল আহমেদ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হারুনুর রশিদ,হুমায়ুন কবির সরকার, মনির সিকদার,মনির হোসেন ও কে,এম,এখলাছ সিকদার বাবু প্রমুখ ব্যক্তিবর্গ।এছাড়াও উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে আওয়ামীগের অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।দোয়া মাহফিলে মোনাজাত করেন রেজাউল হোসেন আলকাদ্বরী। সবশেষে উপস্থিত সকলের মাঝে তবারুক বিতরণ করা হয়।

অপরদিকে আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে র,আ,ম,ওবায়দুল মোক্তাদির এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের নির্দেশনায় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলামের বাড়িতে দূপুরে বঙ্গবন্ধু ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।এতে বঙ্গবন্ধুর স্মৃতিস্বম্বে পুষ্পস্তবক অর্পণ করেন শরীফপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম,মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন, মুক্তিযোদ্ধা আঃ সাত্তার,মুক্তিযোদ্ধা হাবিজ মিয়া,মুক্তিযোদ্ধা হামদু ও আঃ মজিদ।অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আবু ছায়েদ মেম্বার,গিয়াসউদ্দিন, ধন মিয়া, জিয়া ও ইউনিয়ন ছাত্রলীগের নেতা ও কর্মীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানের আয়োজক ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম।এতে ইউনিয়নের মসজিদে মসজিদে তবারুক ও পথচারীদের মাঝে খাবার ও মাস্ক বিতরন করা হয়।অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা জহিরুল ইসলাম। সবশেষে উপস্থিত সকলের মাঝে তবারুক বিতরণ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে