প্রিতম মজুমদার, কুষ্টিয়া সংবাদদাতা।।কুষ্টিয়া নাগরিক কমিটির উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতিয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

নাগরিক কমিটির সভাপতি কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা: এসএম মুস্তাসজিদ ও সাধারণ সম্পাদক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহার নেতৃত্বে নাগরিক কমিটির সদস্যবৃন্দ কুষ্টিয়া সরকারী কলেজ প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন।

ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করার পর সেখানে ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত মহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সনো ডায়াগনস্টিক সেন্টার ও হাসপতাল লিঃ এর নিবার্হী পরিচালক সামসুল ওয়াসে, কোষাধক্ষ্য দিশার নির্বাহী পরিচালক রবিউল আসলাম, নিবার্হী পর্ষদের সদস্য কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মনজুর কাদির, কুষ্টিয়া জজ কোর্টের সিনিয়র আইনজীবি মীর সানোয়ার হোসেন, দৈনিক বাংলাদেশ বার্তার সম্পাদক ও প্রকাশক আব্দুর রশিদ চৌধুরী, কুষ্টিয়া আমিন ডায়াগনোস্টিক সেন্টারের চেয়ারম্যন শাহ নিয়াজ আনসারী মনজু, কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সহ-সভাপতি এস এম কাদেরী শাকিল, ব্যবসায়ী বিশ্বজিৎ সাহা সন্টু, সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়ার চেয়ারম্যান ড. আমানুর আমান, কুষ্টিয়া সানআপ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজী সামসুন্নাহার আলো প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিঃ এজেন্সি ডাইরেক্টর রেজাউর রহমান তপন, এ্যারিস্টো কম্পিউটারের স্বসত্তাধিকারী রোকনুজ্জামান নান্টু, কুষ্টিয়া সরকারী কলেজের শিক্ষক লাল মোহাম্মদ প্রমুখ।

কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে