সোহেল রানা ডালিম, চুয়াডাঙ্গা প্রতিনিধি।। তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ আন্তজেলা গরু চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি চোরাই গরুসহ গরু চুরির কাজে ব্যহৃত একটি ট্রাকও জব্দ করেছে পুলিশ।
বুধবার (১১.০৮.২১) বেলা সাড়ে তিনটার পর চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা ফার্ম পাড়ার রেল-বস্তি এলাকার মৃত ইয়াছিনের ছেলে একাধিক মামলার আসমি দিলন (২৯), জীবননগর উপজেলার তেতুলিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এনামুল (৩০), একই এলাকার রাজনগর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আশিকুর রহমান(৩৭) ও দর্শনা থানার মোবারাক পাড়ার মোক্তার আলীর ছেলে রকিবুল ইসলাম(৩৭)।
আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে সদর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ জানতে পারে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরজগঞ্জ বাজার এলাকা থেকে একটি চোরই গরুসহ একদল চোরচক্র ট্রাক যোগে চুয়াডাঙ্গার দিকে আসছে। ওই সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মাসুম বেল্লা, সহকারী উপ পরিদর্শক (এএসআই) আরাফাত শেখ, আলতাফ হোসেন, রাসেল রানাসহ সঙ্গীয় ফোর্স ডিঙ্গেদাহ বাজারে অবস্থান নেন। গোপন সংবাদ অনুযায়ী ওই ট্রাকটি আসলে তার গতিরোধ করেন উপস্থিত পুলিশের দলটি। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও বাকী চারজনকে একটি চোরাই গরুসহ গ্রেপ্তার করে পুলিশ। একই সাথে চুরির কাজে ব্যবহৃত সাতক্ষীরা-ট- ১১-০২৪৬ নাম্বারের একটি ট্রাকও জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের নামে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করেছেন।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, গ্রেপ্তার এই আন্তজেলা চোর চক্রের লিডার হলো দিলন। সে ইতপূর্বে গরু চুরির ৩৫ লাখ টাকা দিয়ে টাকা তার শ্বশুরের নামে একটি ট্রাক কিনেছে। যেটি দিয়ে চুয়াডাঙ্গাসহ আশ-পাশের বিভিন্ন জেলা থেকে গরু চুরি করে আসছিলো। এই দিলন চুয়াডাঙ্গাসহ বিভিন্ন থানায় একাধিক মামলার আসামী। এর মধ্যে একটি মামলায় তার তিন বছরের সাঁজা হয়েছে। তিনি আরও বলেন, এই চক্রের বাকী সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
চুয়াডাঙ্গা নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ