কে এম মিঠু, টাঙ্গাইল প্রতিনিধি।।বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, “সারাদেশের ন্যায় বর্তমানে টাঙ্গাইল জেলার করোনা পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে। ফলে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সরকার ইতোমধ্যে লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। তাই আমারাও আমাদের পেট্রোল কার্যক্রম সেইভাবে পুনর্বিন্যাস করবো।
“তিনি জানান, দেশের করোনা পরিস্থিতি যদি আবারও খারাপের দিকে যায় এবং সরকার কঠোর লকডাউনের ঘোষণা দেন, তাহলে বাংলাদেশ সেনাবাহিনীও সংক্রমণ প্রতিরোধে সরকার গৃহীত বিভিন্ন কার্যক্রমে অংশ নেবে।”
তিনি আরও বলেন, “করোনাভাইরাস নিয়ন্ত্রণে এবার অসামরিক প্রশাসন, পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে মিলে সেনাবাহিনীর সদস্যগণ অত্যন্ত ভালোভাবে কাজ করেছেন। সংক্রমণ রোধ সবার সহযোগিতা পাওয়ায় বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত খুশি। আমাদের সমন্বিত প্রচেষ্টায় বর্তমানে দেশের করোনা পরিস্থিতি আমরা অনেকটাই নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। যদি আমরা সবাই মিলেমিশে এভাবে কাজ না করতাম, তাহলে দেশের করোনা পরিস্থিতি আরো খারাপ হতে পারতো। যদিও দেশের করোনা পরিস্থিতি এখনও তেমন সুবিধাজনক স্থানে যায়নি। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সংক্রমণ এড়াতে আমরা যদি সবাই একসাথে কাজ করি এবং জনগণ সচেতন হয় তাহলে আমাদের দেশের করোনা পরিস্থিতি অনেক উন্নতি হবে।”
সেনাবাহিনী প্রধান সেনাবাহিনীর নিজস্ব হেলিকপ্টারযোগে আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইল শহরে আগমন করেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে তিনি শহরের নিরালা মোড়ে টাঙ্গাইল জেলা অপারেশন কোভিড শীল্ড সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় সেনাবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাগণ, জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ