নিবন্ধনের জন্য আবেদন করা বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টির মহাসচিব ফোরকান আলী হাওলাদার জানান, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এমন কোন রাজনৈতিক দলের সঙ্গে থেকে আসছে জাতীয় নির্বাচনে প্রতিনিধিত্ব করতে চান। নিবন্ধন চাওয়া আরেক দল বাংলাদেশ মানবাধিকার আন্দোলন। এক সময় সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করলেও দুই বছর আগের উপলব্ধি থেকে রাজনীতিতে নামা। এ প্রসঙ্গে বাংলাদেশ মানবাধিকার দলের সভাপতি খাজা মহিবুউল্লাহ শান্তিপুরী নিজের দলকে বিশ্বের সবচেয়ে ব্যতিক্রমী দল দাবি করেন।
ধারণা করা হচ্ছে, আগামী নির্বাচনকে ঘিরে বিভিন্ন জোটে ভিড়ে যাওয়ার উদ্দেশ্যেই এসব দলের উদ্ভব। পরিচয়ের ফিরিস্তি লম্বা হলেও এক সময়ের ছাত্রলীগ, যুবলীগ ও বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতা ফোরকান আলী হাওলাদার এখন বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টির মহাসচিব। এরই মধ্যে দলটির নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদনও করেছেন তিনি।
কেন নতুন দল- এমন প্রশ্নের জবাবে আসে পুরোনো সব বক্তব্য। যার অনেক কিছুই বিদ্যমান রাজনৈতিক দলগুলো বলে আসছে। তবে দল গঠনের পেছনে রয়েছে আসছে সংসদ নির্বাচনকে ঘিরে সুক্ষ্ম সব হিসাব নিকাশ। আরেক রাজনৈতিক দল আগে ট্রুথ পার্টি নাম থাকলেও বাংলাদেশ সততা দল নামে নিবন্ধন চাওয়া দলের চেয়ারম্যান এক সময় জাতীয় পার্টি করতেন। ২০০১ সালে কুড়িগ্রাম ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বাংলাদেশ সততা দলের চেয়ারম্যান গোলাম হাবীব। তাদের দলীয় নীতিতে বাংলাদেশি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনার পাশাপাশি নারীর ক্ষমতায়ন এবং সব ধর্মের সমান গুরুত্ব রয়েছে।
দল গঠন সাংবিধানিক অধিকারের মধ্যে পড়লেও সুনির্দিষ্ট রাজনৈতিক আদর্শ ও কর্মসূচি নিয়েই জনগণের কাছে যাওয়া উচিত বলে মনে করেন সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন। যাচাই বাছাইয়ের পর এসব দলের নিবন্ধন দেয়া শুরু করবে নির্বাচন কমিশন।
অনলাইন ডেস্ক, বিডি টাইম্স নিউজ