কোচিং সেন্টারের প্রশ্নপত্র দিয়ে বাগেরহাটে সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা নেয়ার অভিযোগ উঠেছে। ঘটনা তদন্তে পাঁচ সদস্যদের কমিটি গঠন করা হয়েছে।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, দু’সপ্তাহ আগে বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক বেল্লাল হোসেন পরিচালিত কোচিং সেন্টারে ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ে মডেল টেস্ট পরীক্ষা নেন। গত ৯ই ডিসেম্বর বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় ওই বিষয়ে একই প্রশ্নপত্র সরবরাহ করা হয় শিক্ষার্থীদের। এ বিষয়ে, প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানান ক্ষুব্ধ অভিভাবকরা। ঘটনা তদন্তে, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেখ আমজাদ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করে স্কুল কর্তৃপক্ষ।
অনলাইন ডেস্ক
বিডি টাইমস নিউজ