কোচিং সেন্টারের প্রশ্নপত্র দিয়ে বাগেরহাটে সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা নেয়ার অভিযোগ উঠেছে। ঘটনা তদন্তে পাঁচ সদস্যদের কমিটি গঠন করা হয়েছে।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, দু’সপ্তাহ আগে বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক বেল্লাল হোসেন পরিচালিত কোচিং সেন্টারে ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ে মডেল টেস্ট পরীক্ষা নেন। গত ৯ই ডিসেম্বর বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় ওই বিষয়ে একই প্রশ্নপত্র সরবরাহ করা হয় শিক্ষার্থীদের। এ বিষয়ে, প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানান ক্ষুব্ধ অভিভাবকরা। ঘটনা তদন্তে, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেখ আমজাদ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করে স্কুল কর্তৃপক্ষ।

অনলাইন ডেস্ক
বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে