বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস-এপি জানিয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে পরিকল্পিতভাবে রোহিঙ্গা নারীদের ওপর যৌন নির্যাতন চালানো হয়েছে। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা নারীদের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। প্রতিবেদনটিতে বলা হয়েছে চরম নির্যাতনের শিকার হয়েছেন ১৩ থেকে ৩৫ বছর বয়সী নারীরা।
রাখাইনে রোহিঙ্গা নারীদের ওপর সেনাবাহিনীর যৌন নির্যাতনের অভিযোগ নতুন নয়। ২৫ আগস্ট রাজ্যটিতে নতুন করে সহিংসতা শুরুর পর আবারও সামনে আসে এ অভিযোগ। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সাক্ষাৎকারের ভিত্তিতে বার্তা সংস্থা এপির প্রতিবেদন বলছে, ২০১৬ সালের অক্টোবর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত পরিকল্পিতভাবে যৌন নির্যাতন চালায় মিয়ানমারের সেনারা। ১৩ থেকে ৩৫ বছরের ২৯ জন নারী সাক্ষাৎকারে জানিয়েছেন, চরম নির্যাতনের শিকার তারা। বলেছেন গণধর্ষণের কথাও।
অপমান, লজ্জা এবং প্রাণনাশের হুমকিতে নির্যাতনের অভিযোগ জানান না এসব নারী। এর ফলে জরুরি চিকিৎসা থেকে বঞ্চিত ভুক্তভোগীরা। অনেকেই আক্রান্ত মরণব্যাধি এইডসে। জরুরি স্বাস্থ্য ব্যবস্থাপক মেডিসিন্স সান্স ফ্রন্টিয়ার্স ক্রিস্টাল ভ্যান লিউয়েন জানান,বেশির ভাগই এসেছেন ক্ষত সেরে ওঠার পর। এতে যৌনবাহিত সংক্রমণ এবং এইচআইভি প্রতিরোধের সামান্য সুযোগও আমরা পাইনি। গর্ভবতী অবস্থায়ও এসেছেন অনেকে।
আন্তর্জাতিক দাতব্য সংস্থা মেডিসিন্স সান্স ফ্রন্টিয়ার্স বলছে, আগস্ট থেকে এ পর্যন্ত যৌন নির্যাতনের শিকার ১১৩ জনকে চিকিৎসা দিয়েছে তারা। এর মধ্যে এক-তৃতীয়াংশের বয়স ১৮ বছরের নিচে। এমনকি ৯ বছরের শিশুও ধর্ষণের শিকার হয়েছে বলে জানায় তারা।
সূত্রঃ অ্যাসোসিয়েট প্রেস
অনলাইন ডেস্ক
বিডি টাইমস নিউজ