বিশ্বজুড়ে বেড়েছে অস্ত্র বিক্রির পরিমাণ। সুইডেন ভিত্তিক সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা এসআইপিআরআই পরিসংখ্যানে উঠে আসে এ তথ্য।

বিভিন্ন রাষ্ট্রের অভ্যন্তরীণ পরিসরে অস্ত্র ব্যবহারের প্রবণতা বৃদ্ধি,সামরিক অভিযান এবং আঞ্চলিক উত্তেজনার কারণে অস্ত্র বিক্রি বেড়েছে বলে জানায় সংস্থাটি। এতে আরো বলা হয় শীর্ষ ১শ’ অস্ত্র নির্মাণ কোম্পানির মধ্যে ৬৩টিরই অবস্থান যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপে।গেল বছর যত বিক্রি হয়েছে তার মধ্যে ৮২ শতাংশেরও বেশি বিক্রি করেছে এই কোম্পানিগুলো।

১৯৬৬ সালে সুইডেনের সংসদের মাধ্যমে এসআইপিআরআই নামের সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি অস্ত্র প্রতিরোধে সারা বিশ্বের সামরিক ব্যয় ও অস্ত্র লেনদেন বিষয়ক তথ্য জনপরিসরে হাজির করে থাকে।

অনলাইন ডেস্ক
বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে