মঙ্গলবার সকালে নগর ভবনে দ্বিতীয় দফা স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন দক্ষিণের মেয়র সাঈদ খোকন। বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে শীতজনিত রোগের স্বাস্থ্যসেবা কার্যক্রম আরো ২ সপ্তাহের জন্য বাড়িয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।এসময় তিনি জানান, সিটি করপোরেশনের হটলাইনে ফোন করা হলে বাড়িতে গিয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ দিয়ে আসবেন স্বাস্থ্যকর্মীরা।

রাজধানীর ফুটপাত দখল প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন, ঢাকার ফুটপাত দখল সঙ্গে প্রভাবশালী মহল জড়িত স্বীকার করে মেয়র বলেন, দখলমুক্ত করে নগরবাসীকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত ফুটপাত উপহার দিতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সিটি করপোরেশন। গত দুই বছর নগরের উন্নয়ন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে গিয়ে বিভিন্ন মহল থেকে নানা ধরনের হুমকি-ধমকি ও বাধা এসেছে, কিন্তু তাদের কাছে নতি স্বীকার করিনি। বরং চ্যালেঞ্জ নিয়ে গুলিস্তান, পল্টন, মতিঝিল, দিলকুশা, নিউমার্কেট ও নীলক্ষেতের ফুটপাত পথচারীবান্ধব গড়ে তোলার চেষ্টা করেছি।

অনলাইন দেস্ক,বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে