বিপুল উৎসাহ উদ্দীপনায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যাবসায় প্রশাসন বিভাগের ৩৯ তম ব্যাচের শিক্ষার্থীদের চতুর্থ বর্ষ পূর্তি অনুষ্ঠান ‘র্যাগ ডে’ পালন করলো। গত বুধবার (০৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ব্যাঙ্কট হলে অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায় প্রশাসন বিভাগের ডিন প্রফেসর রফিকুল ইসলাম এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাবসায় প্রশাসন বিভাগের প্রধান জনাব মোহাম্মদ মাসুম ইকবাল, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের প্রধান আবু তাহের খান, বিয়েল এস্টেট ডিপার্টমেন্টের প্রধান শেখ আব্দুর রহিম।
পবিত্র কুরআন তেলায়েত এর পর বিজয়ের মাসে ১৯৭১ সালের মহান মুত্তিযুদ্ধাদের স্মরণ করে মহান জাতীয় সংগীত পরিবেশনা ও ডিআইইউ থিম সং এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর বিভাগের ৩৯ম ব্যাচের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষার্থী শোভন আহমেদ।
জনাব মোহাম্মদ মাসুম ইকবাল তাঁর বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের এই ব্যাচ সবসময় ই ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করে আর তার প্রতিফলন ঘটছে আজকের এই বৃহৎ অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে। ৩৯তম ব্যাচের সকল শিক্ষার্থীদের জন্যে রইলো শুভ কামনা। আশা করি, তোমরা তোমাদের জীবনে সফলকাম হবে ও তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি”।
ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের প্রধান আবু তাহের খান বলেন- “প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে একজন শিক্ষার্থীর প্রধান লক্ষ্য হলো ভাল ক্যারিয়ার গঠন করা”। কাঙ্খীত ক্যারিয়ার গড়তে সেই কেন্দ্রিক পড়ালেখার পাশাপাশি, সার্বিক প্রস্তুতি নিতে আহ্বান জানান।
সকাল থেকেই সোবাহানভাগ প্রধান অ্যাকাডেমিক ভবনের নবম তলায় ব্যাঙ্কট হলে নানা রঙে রঞ্জিত হন ছাত্রছাত্রীরা। হৈহুল্লোড়ে মেতে ওঠেন তারা। তাদের এ আনন্দ উল্লাসে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন,প্রধান, শিক্ষক মন্ডলী, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
বিবিএ ৩৯ ব্যাচের ছাত্র আদনান রহমান সৌরভ জানান- আজকের দিনটি আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের জন্য অনেক আনন্দের। জীবনের সবচেয়ে সুন্দর দিন মনে হয় আজ অনেক অনেক মজা করেছি। বিশ্ববিদ্যালয়ের প্রথম থেকে আজ পর্যন্ত কাটানো যত সৃতি ছিল সব আবার মনে করিয়ে দিলো আজকের এই অনুষ্ঠান।
আরেক ছাত্র তানভীর বলেন- “সম্পর্কটা ৪ বছরের। ৪ বছর আগে মানুষগুলোর কাউকেই চিনতাম না। এখনও মনে পড়ে সেই প্রথম সেমিস্টারের প্রথম ক্লাসের কথা, সেখানে সবাই ছিল অপরিচিত আজ ৪ বছর শেষে সেই মানুষগুলো এখন কত কাছের, কত আপন। বন্ধুদের সঙ্গে কাটানো সবগুলো দিনের স্মৃতিই এখন সারাজীবনের সম্বল’।
স্মৃতিচারণ পর্বে ছিল বিভাগের শিক্ষার্থীদের তৈরি করা স্লাইড শো ও প্রমো ভিডিও
আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হয়। এরপর একে একে বিভাগের শিক্ষার্থী আনিকা, আদনান, মুমু, পিয়া আলম,সুপ্তি, শোভন, সম্রাট,পিপলু,হ্যাপী তাদের নৃত্য ও ফ্যাশন শো পরিবেশন করেন। বিকেলে ট্যুরিজম ডিপার্টমেন্টের প্রধান জনাব মাহবুব পারভেজ কে নিয়ে কেক কাটেন ৩৯তম ব্যাচের সকল শিক্ষার্থীরা। উল্লেখ্য যে, এই প্রথম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এতো বড় ও জমকালো পরিসরে কোন ব্যাচের র্যাগ ডে অনুষ্ঠিত হয়।
আদনান আর এস
নিউজ ডেস্ক,বিডি টাইমস নিউজ