‘এক একটি আলোকচিত্র, ফটোগ্রাফারের এক একটি সন্তানের মতো। একজন শিল্প তুলের মাধ্যমে চিত্র তুলে ধরে আর আমরা ফটোগ্রাফারেরা আলোর মাধ্যমে চিত্র ধারন করি।’ বলছিলেন  বাংলাদেশ ফ্রিল্যান্স ফটোগ্রাফি এ্যাসোসিয়েশনের সভাপতি শামছুল হক সুজা।

বাংলাদেশ ফ্রিল্যান্স ফটোগ্রাফি এ্যাসোসিয়েশন রাজধানীর ধানমন্ডির দৃক গ্যালারীতে আয়োজন করেছেন তিনদিন ব্যাপি ‘বিএফপিএ ইন্টারন্যাশনাল ফটো কনটেস্ট এন্ড এক্সিবিশন ২০১৭।’ শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে এক্সিবিশন এর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন ‘ক্যামেরা দিয়ে স্মৃতিকে খুব সহজে বহন করা যায়। যা একসময় ব্যক্তিজীবন ও কখনও কখনও সমাজের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠে।’

তিনি বলেন, আগে ছবি ওঠাতে বেশ সময় লাগতো। তখন ক্যামেরাও ছিল হাতেগোনা। আর এখন তো প্রায় সবার হাতে রয়েছে ক্যামেরা। প্রদর্শনীগুলো বেশ ভালো। একেকটি প্রদর্শনী বিশেষায়িত ছবিগুলো আমাদের সামনে তুলে ধরে। বাংলাদেশ ফ্রিল্যান্স ফটোগ্রাফি এ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারন সম্পাদক বিপ্লব মাহমুদ রাইজিংবিডিকে জানান, প্রদর্শনীতে ১০টি দেশের ১০৫ জন আলোকচিত্রীর ১২৫টি ছবি স্থান পেয়েছে। যা ১৮টি দেশের সাড়ে ৫ হাজার আলোকচিত্রের মধ্য থেকে বাছাই করা হয়েছে। প্রদর্শনী চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। খোলা থাকবে প্রতিদিন সকাল সাড়ে ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।

দৃক গ্যালারীতে কথা হয় প্রদর্শনী দেখতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোজিনা আক্তারের সাথে। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘পুরো আয়োজনটা আমার কাছে জমজমাট মনে হয়েছে। বিশ্বের রুপ বিচিত্রা তুলে ধরার প্রয়াস এভাবে এগিয়ে যাক।’ উদ্বোধনী শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ফটোগ্রাফারদের মধ্য থেকে ৮ জনকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন প্রখ্যাত ফটোগ্রাফার হাসান সাইফউদ্দিন চন্দন, ফটো সাংবাদিক আবির আব্দুল্লা, মেডিক্যাল ফটোগ্রাফিতে ইব্রাহিম এম ইকবাল, ডুকোমেন্টারি ও ভিজুয়াল সাংবাদিক কে এম আসাদ, ফটোগ্রাফি ইন এডুকেশনে রফিকুল ইসলাম ও ফটোগ্রাফিতে বিশেষ অবদানের জন্য শর্মিষ্টা মুখার্জী, শেখ আবু সিদ্দিক রোকন, সামছুল হক সুজাকে সম্মাননা প্রদান করা হয়। এই সময় প্রদর্শিত আলোকচিত্র থেকে বাচাই করে ছয় ক্যাটাগরি থেকে ২৩ জনকে পদক প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন বাংলাদেশ ফ্রিল্যান্স ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুল হক সুজা। প্রদর্শনী সম্পর্কে  তিনি বলেন, এ আয়োজন দেশের ফ্রিল্যান্স ফটোগ্রাফারদের তাদের কাজের প্রতি উৎসাহিত করছে। এই প্রতিযোগিতা দেশের বাইরে বাংলাদেশের সুন্দরভাবে উপস্থাপন করছে।

পুরো আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছেন তারা টিভি,অনলাইন মিডিয়া পার্টনার- রাইজিং বিডি, বিডি টাইমস নিউজ ,ভ্রমন এবং রেডিও পার্টনার হিসেবে থাকবে রেডিও ক্যাপিটাল এফএম।

ছাইফুল ইসলাম মাছুম
বিনোদন ডেস্ক, বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে