স্কোর: বাংলাদেশ ১৭৬/৯, শ্রীলঙ্কা ১৩১/১০
জয় দিয়ে মাশরাফিকে বিদায় জানিয়েছে বাংলাদেশ।ম্যাচটি জিতে বিদায়ী দলপতিকে উপহার দিতে চেয়েছিলো টাইগাররা। হলোও তাই, শেষ বিকেলটা রাঙিয়েই বিদায় নিচ্ছেন নড়াইল এক্সপ্রেস। সঙ্গে শ্রীলঙ্কার মাটিতে টি- টোয়েন্টি সিরিজে সমতা নিয়েই ফিরছেন দেশে।

দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে লড়াই করেও শেষ পর্যন্ত হার মানতে হয় মাশরাফি বাহিনীকে। তবে দ্বিতীয় ম্যাচে দৃষ্টিনন্দন ক্রিকেট উপহার দিয়ে ৪৫ রানের বড় জয় তুলে নেয় বাংলাদেশ।সাকিব, মোস্তাফিজের তাণ্ডবে শুরু থেকেই দিশেহারা ছিলো স্বাগতিকরা। সাকিবের ৩ উইকেটের সঙ্গে কাটার মাস্টার মোস্তাফিজ নিয়েছেন ৪ উইকেট। সিকুগি প্রসন্নকে নিজের বিদায়ী উইকেটে পরিনত করেন মাশরাফি। এছাড়া মাহমুদউল্লাহ নিয়েছেন ১টি উইকেট। আর লঙ্কান ইনিংসে শেষ পেরেকটি ঠুকে দেন তরুন অলরাউন্ডার সাইফুদ্দিন।ব্যাটে বলে দারুন নৈপূন্য দেখানো সাকিব নির্বাচিত হয়েছেন ‘ম্যান অব দ্যা ম্যাচ’। দুই ম্যাচে হ্যাট্রিকসহ ৫ উইকেট নেয়া লাসিথ মালিঙ্গা নির্বাচিত হয়েছেন ‘ম্যান অব দ্যা সিরিজ’।

শুরুটা বিধ্বংসীই হয়েছিলো বাংলাদেশে। শেষ দিকে লাসিথ মালিঙ্গার হ্যাট্রিকে বাংলাদেশকে সহনীয় স্কোরে বেধে রাখতে সমর্থ হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। জয়ের জন্য তাদের টার্গেট ১৭৭।ক্যারিয়ারের শেষ টি টোয়েন্টিতে কোন রান না কোরেই সাজঘরে ফিরেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা। ১৯ তম ওভারে অষ্টম উইকেট নামা মাশরাফি প্রথম বলেই বোল্ড হয়ে ফেরেন মালিঙ্গার বলে। এর আগের বলেই বোল করে ফেরান ১৫ রান করা মুশফিককে। পরের বলেই অভিষিক্ত মিরাজকে ফিরিয়ে হ্যাট্রিক পূরণ করেন মালিঙ্গা।

স্পোর্টস ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে