প্রায় ৪ বছর ধরে আহ্বায়ক কমিটি দিয়ে চলছে ঢাকা মহানগর বিএনপির কার্যক্রম। এ অবস্থায়, ঢাকা মহানগর বিএনপিকে দুই ভাগ করে কমিটি দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এরইমধ্যে কমিটি চূড়ান্তও করেছেন খালেদা জিয়া এখন শুধু ঘোষণার অপেক্ষা বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। দুই ভাগে কমিটি হলে আন্দোলন চাঙ্গা হবে বলে মনে করেন কেন্দ্রের নেতারা।

বিগত বিভিন্ন আন্দোলনে জেলা পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের মাঠে দেখা গেলেও ঢাকার নেতাকর্মীরা ছিলেন অনেকটাই নিষ্ক্রিয়। এ নিয়ে দলের ভেতর-বাইরে সমালোচনাও রয়েছে। তাই আগামী নির্বাচন সামনে রেখে মহানগর কমিটিকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বিএনপি।

দলের কার্যক্রমে গতি আনতে কমিটিকে দুই ভাগ করে উত্তর ও দক্ষিণে নতুন কমিটি করা হচ্ছে। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি পদে হাবিব উন নবী খান সোহেল বা আবদুস সালামকে দায়িত্ব দেয়া হতে পারে। সাধারণ সম্পাদক পদে দেখা যেতে পারে ইউনুস মৃধা বা নবী উল্লাহকে। উত্তরে এম এ কাইয়ূম সভাপতি ও আহসান উল্লাহ হাসান সাধারণ সম্পাদক হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে শুধু কমিটি করে আন্দোলন চাঙ্গা করার পরিকল্পনা নিয়ে সংশয়ে খোদ মহানগরের নেতারা। এরপরও দ্রুত কমিটি ঘোষণা চান তারা।দলের শীর্ষ পর্যায়ের কাছে মহানগরের নেতাদের প্রত্যাশা যোগ্যতা অনুযায়ী নেতৃত্ব বণ্টন হবে নতুন কমিটিতে।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে