নারী উদ্যোক্তাদের জামানত ছাড়া ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে নিদের্শনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতের নারী উদ্যোক্তারা আগের চেয়ে বেশি জামানতবিহীন ঋণ সুবিধা পাবেন।
কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় নারী উদ্যোক্তাদের ব্যক্তিগত অঙ্গীকার পত্রকে জামানত হিসেবে বিবেচনা করে ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণসুবিধা দেয়ার নির্দেশনা রয়েছে।বর্তমানে এ তহবিল থেকে নতুন উদ্যোক্তারা সহায়ক জামানত ছাড়াই দশ লাখ টাকা পর্যন্ত ঋণসুবিধা নিতে পারেন।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ