সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের পরেও হাজারীবাগ ছাড়তে নারাজ ট্যানারি মালিকরা। কোরবানির ঈদ পর্যন্ত হাজারীবাগে থাকতে দেয়ার দাবিতে ধানমন্ডিতে মানববন্ধন ও বিক্ষোভও করেছেন ট্যানারি মালিক ও শ্রমিকরা। দাবি না মানলে ট্যানারি কারখানায় উৎপাদন বন্ধের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
সাভারের হেমায়েতপুর চামড়া শিল্পনগরীতে কারখানা স্থানান্তরে বার বার সময় দেয়া হলেও কান দেননি ব্যবসায়ীরা। ছয় মার্চ হাজারীবাগের ট্যানারিগুলোতে অবিলম্বে বিদ্যুৎ ও গ্যাস বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরকে ছয় এপ্রিল অগ্রগতি প্রতিবেদন দিতেও বলেছে আদালত।বেকায়দায় পড়ে এবার শ্রমিকদের নিয়ে আন্দোলনের নতুন কৌশল নিয়েছে মালিকরা। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে ঝিগাতলা-শংকর সড়ক দু্ই ঘন্টা অবরোধ করে তারা।এদিকে সাভারে আবাসন সুবিধা ও চাকরির নিরাপত্তা না থাকার কথা বলে মালিকদের সাথে পথে নেমেছেন শ্রমিকরা।
হাজারীবাগ থেকে ১৫৪টি ট্যানারি সাভারে সরাতে ২০০৩ সালে প্রকল্প নেয় সরকার। ১৩ বছর পেরিয়ে গেলেও ট্যানারি সরানো সম্ভব হয়নি।
নিউজ ডেস্ক, বিডি টাইমস নিউজ