প্রীতম মজুমদার, কুষ্টিয়া।। “প্রকৃতি বাঁচলে,দেশ বাঁচবে” “গাছ লাগান,পরিবেশ বাঁচান” স্লোগানে কুষ্টিয়ায় বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল চত্বরে সেচ্ছাসেবী সংগঠন মানুষ মানুষের জন্য’র উদ্দ্যোগে বিভিন্ন ফলজ গাছের শতাধিক চারা রোপন ও বিতরণ করা হয়েছে।

আজ শনিবার সকালে মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার পরিচালক শাহাবউদ্দিন মিলনের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন. জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান, হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা সুশান্ত কুমার পাল, কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসির) দপ্তর সম্পাদক ও দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার সম্পাদক নাহিদ হাসান তিতাস, কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি পাখিবিদ এসআই সোহেল, সাংবাদিক ইব্রাহিম খলিল,আলেক চাঁদ।

এসময় বক্তারা বলেন, গাছ মানুষের পরম বন্ধু। শুধু অক্সিজেন নয় প্রয়োজনীয় জ্বালানি, ঘর করার কাঠ, পশু পাখিদের আহার এবং ফলমূল আমরা গাছ থেকে পেয়ে থাকি। কিন্তু সরকারি পদক্ষেপ থাকার পরও প্রতিনিয়তই কিছু গাছ খেঁকো মানুষ প্রকৃতির বন্ধু গাছকে হত্যা করে যাচ্ছে। বৃক্ষরোপণের উপকারিতা ব্যাপক, গাছ গরমের উষ্ণতা থেকে পরিবেশকে শীতল রাখে। গাছপালা থাকার কারণে দেশে বৃষ্টিপাত হয়। আমরা প্রায়ই একটা কথা শুনে আসছি ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’। এর অর্থ হচ্ছে পরিবেশ বাঁচাতে হলে বেশি বেশি গাছ লাগাতে এবং গাছের পরিচর্চা করতে হবে। গাছের সঠিক পরিচর্যা করতে হবে। তাই আসুন আমরা বেশি বেশি বৃক্ষরোপন করি সুন্দর একটি দেশ গড়ি।

এসময় হাবিবুর রহমান, বাদল, সুমন, সোহেল, আকতারসহ সুশীল সমাজের ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। কর্মসুচির সার্বিক পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক নাব্বির আল নাফিজ।

কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে