শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি|| আজ বিকাল ৪’টায় ২১’শে আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদা এবং ভাব গাম্ভীর্যের সাথে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দৌলতপুর উপজেলার গার্লস স্কুলের গেটে আওয়ামী লীগ অফিসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোঃ জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডঃ শরীফ উদ্দিন রিমন, সাধারণ সম্পাদক দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডঃ নজরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক জেলা শ্রমিকলীগ, আসমত আলী মাষ্টার, সহসভাপতি বঙ্গবন্ধু প্রজন্ম লীগ, কেন্দ্রীয় কমিটি, সেলিম চৌধুরী চেয়ারম্যান ৭নং হোগলবাড়ীয়া ইউনিয়ন, একেএম ফজলুল হক চেয়ারম্যান ৩নং ফিলিপনগর ইউনিয়ন পরিষদ, আলহাজ আসলাম উদ্দিন,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মরিচা ইউনিয়ন আওয়ামী লীগ, ডঃ মোঃ গিয়াস উদ্দিন, মোঃ শরিফুল ইসলাম,আওয়ামী লীগ নেতা মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, গোলাম জাকারিয়া, সাবেক প্রচার সম্পাদক আদাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ, এ্যাডঃ মির্জা আলম রিগ্যান, আড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, প্রভাষক মোঃ আনারুল ইসলাম, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, ছান্নান মেম্বার, সাবেক সভাপতি মরিচা ইউনিয়ন আওয়ামী লীগ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সর্দার আক্তার হোসেন, সাবেক সহ প্রচার সম্পাদক, দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ। এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ২১ আগস্টের গ্রেনেড হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
দোষীদের অবিলম্বে ফাঁসি দাবি করেন। আইভি রহমান সহ ২৪ নেতা কর্মীদের আত্মার শান্তি কামনা করা হয়। নেতৃবৃন্দ সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলকে সুসংগঠিত করে জননেত্রী শেখ হাসিনার এবং কেন্দ্রীয় নেতা কুষ্টিয়ার কৃতি সন্তান আমাদের অভিভাবক জননেতা মাহাবুব উল আলম হানিফ ভাই এর হাতকে শক্তিশালী করতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহীদ সদস্যদের, ৩রা নভেম্বরে জেল খানায় নিহত জাতীয় চার নেতার,১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নিহত মুক্তিযোদ্ধাদের এবং ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ