শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। সারাদেশের মসজিদ যখন ইবাদতের জন্য খুলে দেয়া হয়েছে, সেখানে করোনার ভয়ে কুষ্টিয়া জেলা কারাগার মসজিদের গেট বন্ধ রাখা হয়েছে। কারাগারের কারারক্ষী দ্বারা মসজিদ এলাকায় মুসল্লীদের আসতে নিষেধ করা হয় বলে জানানো হয়। কঠোর নিরাপত্তার ভীতরেও কুষ্টিয়া জেলা কারাগারের ৩ কারারক্ষী করোনায় আক্রান্ত।

মুসল্লীরা জানায়, প্রায় ৫ মাস স্থানীয় মুসুল্লিদের মসজিদে নামাজ পড়তে দেয়া হয় না। লকডাউন করে রাখা হয়েছে মসজিদ গেট। এতে স্থানীয় মুসুল্লিরা ক্ষোভও প্রকাশ করেন। তবে কারারক্ষীদের কোন বাঁধা নেই। তারা নামাজও পড়ছে, আবার গেটের বাহিরে আসতেও পারছে। তাদের জন্য মসজিদে কোন বাধা নেই।

কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে