কুমিল্লা শহরে মেসে বসবাসরত কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফ করা হয়েছে। বুধবার কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মেস মালিক, জেলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয়ে সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এপ্রিল মাস থেকে করোনাকালীন বা বিশ্ববিদ্যালয় খোলা না হওয়া পর্যন্ত শহর এলাকার মেসগুলোতে ৪০’শতাংশ ভাড়া মওকুফ করতে সম্মত হয়েছেন মেস ও বাসার মালিকরা।
যেসব শিক্ষার্থী ইতোমধ্যে পুরো ভাড়া দিয়েছেন, তাদের আগামী মাসগুলোর সঙ্গে সমন্বয় করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং গ্যাস বিল, বিদ্যুৎ বিল ও পানির বিলও মওকুফের আওতাভূক্ত থাকবে বলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহের, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি মোঃ রশিদুল ইসলাম শেখ, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট মোঃ সাদেকুজ্জামান, কুবি কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, কুবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম মাজেদ প্রমুখ।
মেস ভাড়া ৪০’শতাংশ মওকুফ করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেস ও বাসার মালিকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এর আগে গত ১১ জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও কোটবাড়ী এলাকায় থাকা শিক্ষার্থীদের ৪০ শতাংশ মেস ভাড়া মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
ক্যম্পাস নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ